দর্শকদের বিনোদনে নতুন মাত্রা যোগ, এবার ওটিটি প্ল্যাটফর্মেই বাংলা ওয়েব সিরিজ

আগামী আগস্ট মাস থেকে এই ওয়েব সিরিজের শ্যুটিং শুরু করতে পারবেন বলে আশাবাদী নির্মাতারা।

July 24, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাঙালি দর্শকদের বিনোদনের দৈনন্দিন ডোজে সঙ্গী হতে আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘ডিজিপ্লেক্স’। প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে আগামী বছর যাত্রা শুরু করবে। কিন্তু তার আগেই এই প্ল্যাটফর্ম ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। দর্শকদের জন্য তারা নিয়ে আসছে একটি নতুন ওয়েব সিরিজ। নাম ‘লস্ট’। অতিপ্রাকৃত ঘরানার এই ওয়েব সিরিজে অভিনয় করবেন শান্তিলাল মুখোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রাশিস রায়, পৌলোমী দাস, ঋষভ বসু, হুসেন শবনম, হিয়া চক্রবর্তী ও রুদ্রাশিস মজুমদার। প্রসঙ্গত, রুদ্রাশিস এই প্রথম টলিউডে অভিষেক করছেন। এর আগে সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ছিছোরে’ ছবিতে অভিনয় করেছিলেন রুদ্রাশিস। শাহিদ কাপুর অভিনীত ‘জার্সি’ ছবিতেও তাঁকে দেখা যাবে। গল্পের কাঠামো সম্পর্কে সংক্ষেপে জানা গেল, কয়েকজনের জীবনের অন্ধকার অতীতের মধ্যে যোগসূত্র স্থাপন করবে কোনও এক অজানা শক্তি।

সিরিজটি পরিচালনা করবেন পরিচালক মীনাক্ষী ও অভিষেক। তাঁরা এর আগে পরিচালনা করেছিলেন ‘কুয়াশা যখন’ ছবিটি। মীনাক্ষীর কথায়, ‘আমার মনে হয় এরকম গল্প ভারতীয় দর্শক এর আগে দেখেননি। সিরিজটার মধ্যে প্রচুর চমক লুকিয়ে রয়েছে।’ অন্যদিকে অভিষেকের দাবি, ‘নতুন ও পুরনোর মিশেলে এই সিরিজের কাস্টিং দর্শকদের একটা অন্যরকম অভিজ্ঞতা দেবে বলেই আমার বিশ্বাস।’ সিরিজের মিউজিক করবেন শমিক গুহ রায়। ক্যামেরায় প্রমিত দাস ও সম্পাদনায় প্রণয় দাশগুপ্ত। সিরিজের চিত্রনাট্য লিখেছেন সুদীপ ভট্টাচার্য। আগামী আগস্ট মাস থেকে এই ওয়েব সিরিজের শ্যুটিং শুরু করতে পারবেন বলে আশাবাদী নির্মাতারা।  

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen