রোজ বাড়ছে দৈনিক সংক্রমণ, চিন্তায় গোটা দেশ

করোনা মোকাবিলায় সমস্যার মুখে পড়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার।

August 22, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: প্রতীকী

আশঙ্কা বাড়িয়ে শুক্রবার সারা দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৬৮ হাজার ৮৯৮ জন। যার জেরে মোট সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ লক্ষ ৫ হাজার ৮২৩ জন। পাশাপাশি, প্রাণ হারিয়েছেন আরও ৯৮৩ জন। সুস্থতার হার ছাড়িয়েছে ৭৪ শতাংশ। এদিকে, সংক্রমণে রাশ টানতে সপ্তাহের শনি ও রবিবার রাজ্যের যাবতীয় অফিস ও দোকান-পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা সরকার। অত্যবশ্যকীয় পণ্যের দোকানগুলিকে এর আওতার বাইরে রাখা হয়েছে।
এদিন সকাল আটটায় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬২ হাজার ২৮২ জন। এ যাবৎ মোট করোনাজয়ীর সংখ্যা ২১ লক্ষ ৫৮ হাজার ৯৪৬ জন। অর্থাৎ, ভারতে যতজন করোনা আক্রান্ত হয়েছেন তার ৭০ শতাংশের বেশি রোগী সুস্থ হয়ে গিয়েছেন। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৪ হাজার ৮৪৯ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৯২ হাজার ০২৮। শতাংশের বিচারে ২৩.৮২। একইসঙ্গে মৃত্যুহার কমে হয়েছে ১.৮৯ শতাংশ। এদিকে, শুক্রবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদের নয় নিরাপত্তরক্ষী করোনা আক্রান্ত হয়েছেন। ফলে আরজেডি সুপ্রিমোর সংক্রামিত হওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে কেলি ডিরেক্টর্স বাংলোতে রয়েছেন লালুপ্রসাদ। আক্রান্তের শীর্ষে থাকা মহারাষ্ট্রে পুলিসবাহিনীর মধ্যে সংক্রমণ নতুন করে মাথাচাড়া দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্য পুলিসের ৩০০-এরও বেশি পুলিসকর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন পাঁচজন। অন্যদিকে, করোনা মোকাবিলায় সমস্যার মুখে পড়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। করোনা আক্রান্ত হয়ে ইতিমধ্যে আটজন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করা বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া, চিকিৎসকদের একটা বড় অংশ এ বছর অবসর নিয়েছেন। যার জেরে মহামারী রোধে সবমিলিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে যোগী প্রশাসন। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen