হয়নি আধার সংযোগ, পিএফ পরিষেবা বন্ধ হতে পারে ৪ লক্ষ গ্রাহকের

রাজ্যে ১ হাজার ৬২৩টি স্থায়ী আধার সেন্টার আছে, যেখানে গেলে আধারের কোনও তথ্যের পরিবর্তন করা যাবে এবং ইউএনের সঙ্গে সংযোগ করা সম্ভব হবে।

June 21, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আধারের সঙ্গে পিএফ (PF) গ্রাহকের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন যোগ করার বিষয়ে বারবার সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। এবার তারা সেই সময়সীমা বেঁধে দিল ৩১ আগস্ট। ওই সময়ের মধ্যে যদি পিএফ গ্রাহক তাঁর ইউএএনের (UAN) সঙ্গে আধার যুক্ত না করেন, তাহলে তাঁর পিএফ অ্যাকাউন্টে আর কোনও টাকা জমা পড়বে না। এমনকী সেই টাকা তোলা বা অন্য কোনও পরিষেবাও পাবেন না গ্রাহক। দপ্তরের হিসেব বলছে, এখনও পর্যন্ত এ রাজ্যে প্রায় ৪ লক্ষ ১০ হাজার গ্রাহকের আধার-ইউএএন সংযোগ করা নেই। তবে এর সঙ্গে পিএফ দপ্তর স্পষ্ট করে জানিয়েছে, যাঁরা পিএফ থেকে পেনশন পান, তাঁদের পেনশন আটকাবে না। কারণ পেনশনভোগীদের আধার এবং ইউএএন সংযোগ করার ব্যাপারে এখনও কোনও সময়সীমা বেঁধে দেয়নি সরকার।

আধার সংযোগের ব্যাপারে সবচেয়ে পিছিয়ে রয়েছে মুর্শিদাবাদ। সেখানে সংযোগ বাকি আছে ৮২ হাজার ৭৪৫ জনের। এরপর জলপাইগুড়ি, ৭৬,১৫৪। কলকাতায় সেই সংখ্যা ৬৩ ,১১৯। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে উত্তর ২৪ পরগনা ও মালদহ। আধার-ইউএএন সংযোগে সবচেয়ে এগিয়ে আছে দক্ষিণ দিনাজপুর। সেখানে এখনও সংযোগ বাকি আছে ২১০২ জনের। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের বক্তব্য, আধারের কোনও তথ্য যদি ইউএএনের সঙ্গে না মেলে, তাহলে সংযোগ করতে অসুবিধা হবে। রাজ্যে ১ হাজার ৬২৩টি স্থায়ী আধার সেন্টার আছে, যেখানে গেলে আধারের কোনও তথ্যের পরিবর্তন করা যাবে এবং ইউএনের সঙ্গে সংযোগ করা সম্ভব হবে। যদি কোনও গ্রাহক চান, তাহলে একযোগে তাঁর ই-নমিনেশনও জমা করতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen