চালু হচ্ছে নয়া নিয়ম, আর অফলাইনে আধার যাচাই নয়

December 8, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৬:  হোটেলে থাকা মানেই হোটেল কর্তৃপক্ষের হাতে আধার কার্ড তুলে দেওয়া, হয় ফটোকপি, নয়তো কার্ড স্ক্যান করে নিজেরাই প্রিন্ট করে নেয় হোটেল কর্তৃপক্ষ। আধার কার্ডের ফটোকপি কী কাজে ব্যবহার হবে, তা কেউ জানে না। এবার নিয়ম বদল হচ্ছে।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া-র (UIDAI) CEO ভুবনেশ কুমার জানিয়েছেন, হোটেল, ইভেন্ট অর্গানাইজারদের মতো বিভিন্ন সংস্থা অনেক অফলাইনে যাচাইয়ের জন্য আধার কার্ডের তথ্য সংগ্রহ করে। কিন্তু সে নিয়ম বদলে যাচ্ছে। হোটেল বা ইভেন্ট অর্গানাইজাররা এবার থেকে কিউ আর কোড স্ক্যান করে বা নতুন অ্যাপের মাধ্যমে আধার যাচাই করতে পারবে। এর জন্য তাদেরকে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। শোনা যাচ্ছে, নতুন নিয়মে চূড়ান্ত অনুমোদন মিলেছে। খুব শীঘ্র বিজ্ঞপ্তি জারি হবে। এছাড়াও অনেক সময় সার্ভারের সমস্যার জন্য মূল আধার তথ্যপঞ্জির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কাজে দেরি হয়। এই নতুন ব্যবস্থায় এমন সমস্যা আর হবে না।

অফলাইনে আধার যাচাই বন্ধ ছাড়াও আধার কার্ডের নকশাও পাল্টে যাচ্ছে। নতুন কার্ডে নাগরিকদের নাম, ঠিকানার মতো তথ্য থাকবে না। শুধু ব্যক্তির ছবি এবং একটি কিউআর কোড থাকবে। কিউআর কোডের মধ্যে সংশ্লিষ্ট নাগরিকের যাবতীয় তথ্য থাকবে। তা স্ক্যান করে আধার তথ্য পেতে আনা হচ্ছে নতুন অ্যাপের। নাম—‘আধার কিউআর স্ক্যানার’। ইতিমধ্যে গুগল প্লে স্টোর ও আইওএস স্টোরে অ্যাপটি মিলছে। তাই অফলাইনে যাচাইয়ের জন্য আধার কার্ডের প্রতিলিপির কোনও প্রয়োজন পড়বে না আর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen