কলকাতার রাস্তায় ভারী ও মাঝারি পণ্যবাহী ট্রাক-লরি চলাচলের নতুন বিধি চালু
এ বার ভারী ও মাঝারি পণ্যবাহী ট্রাক ও লরি চলাচলের ক্ষেত্রে নতুন বিধি চালু হল কলকাতায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত শুক্রবার সকালে বেহালা চৌরাস্তার সামনে লরির ধক্কায় মৃত্যু হয় ৭ বছরের সৌরনীল সরকারের। এই ঘটনায় এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়ায়। উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় পুলিসের গাড়ি এবং বাইকে। যা নিয়ে নড়েচরে বসে প্রশাসন। এ বার ভারী ও মাঝারি পণ্যবাহী ট্রাক ও লরি চলাচলের ক্ষেত্রে নতুন বিধি চালু হল কলকাতায়। সোমবার রাতে কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ধরনের গাড়ি কলকাতার রাস্তায় চলাচল করতে পারবে না। এত দিন সকাল ৮টা থেকে শহরে এই নিয়ম বলবৎ ছিল। কারণ, কলকাতায় একাধিক স্কুলের ক্লাস শুরু হয় সকাল সাড়ে ৭টা কিংবা ৮টা থেকে। এই সময় ট্রাক-লরি চলাচল করলে স্বাভাবিক ভাবেই ঝুঁকি থেকে যায়। এর পরই সোমবার রাতে লালবাজারের তরফে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।