দলবদলুদের ঘরে ফেরানোর নিয়ম বেঁধে দিল মুর্শিদাবাদের তৃণমূল নেতৃত্ব

কোনও নেতা যাতে অ্যাপ্রুভ্যাল ছাড়া কাউকে দলে না নেন।

June 26, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দলবদলুদের ঘরে ফেরানোর নিয়ম বেঁধে দিল মুর্শিদাবাদের (Murshidabad) তৃণমূল (TMC) নেতৃত্ব। ভোটের আগেই দলবদলের হিড়িক পড়েছিল। দল বদলেছিলেন অনেকে। আবার দলও অনেককে বহিষ্কার করেছে। তবে এবারের ভোটের আগে যারা বিজেপিতে (BJP) গিয়েছিলেন, তৃণমূল জেতার পর তাঁরা আবার দলে ফিরতে চাইছেন। তবে এবারে সবাইকে খোলামকুচির মতো নেওয়া হবে না। এমনই কড়া মনোভাব নিয়েছে মুর্শিদাবাদের তৃণমূল নের্তৃত্ব। বেঁধে দেওয়া হয়েছে কড়া নিয়ম। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ঘরে ফিরতে গেলে দলের নির্দিষ্ট নিয়ম মানতে হবে। এমনটাই জানিয়েছেন, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবু তাহের খান (Abu Taher Khan)।

শুক্রবার বিকালে বহরমপুরে জেলা তৃণমূল কংগ্রেস দফতরে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দেন, দলবদলুরা দলে ফিরতে চাইলে আগে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের কাছে আবেদন করতে হবে। সেই আবেদন খতিয়ে দেখা হবে। সেখানে পাশ হলে, তারপর আবেদনের কথা জেলা নেতৃত্ব জানাবে রাজ্য নেতৃত্বকে। রাজ্য নেতৃত্ব তাতে অনুমোদন দিলে তবেই তাদের দলে যোগদান করানো হবে। 

তিনি এও জানিয়ে দেন, কোনও নেতা যাতে অ্যাপ্রুভ্যাল ছাড়া কাউকে দলে না নেন। তাছাড়া জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অনুমতি ছাড়া কোথাও কোনও যোগদান করানো হবে না। খতিয়ে দেখা হবে কারা কারা অভিষেক বন্দোপাধ্যায়, মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ করেছিল। এমনটাই জানিয়েছেন আবু তাহের খান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen