পোস্টাল ব্যালটের দিন শেষ! ভোটকর্মীদের জন্য কী নিয়ম কমিশনের?

কিন্তু নিয়মে বদল আনা হল কেন?

January 21, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর পোস্টাল ব্যালট নয়, ভোটকর্মীদের ভোট দানের নিয়মে বদল আনল নির্বাচন কমিশন। ভোটকর্মীদের জন্য বিভিন্ন জায়গায় ফেসিলিটেশন সেন্টার তৈরি করা হবে। ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মী, গাড়ির চালক, পুলিশকর্মীরা ব্যালট পেপারে ভোট দিয়ে ফেসিলিটেশন সেন্টারের ব্যালট বাক্সে জমা দেবেন। সেই বাক্স রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হবে। তা রাখা থাকবে স্ট্রং রুমে। তবে বিশেষভাবে সক্ষম এবং ৮০ বছরের বেশি বয়সী ভোটারদের বাড়িতে ভোট গ্রহণের ব্যবস্থা চালু থাকছে বলেই জানা গিয়েছে।

কিন্তু নিয়মে বদল আনা হল কেন? কয়েকটি মহল থেকে পোস্টাল ব্যালটে ভোটদানের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছিল। ভোটকর্মীদের সংখ্যা লক্ষাধিক, তাঁদের জন্য রিটার্নিং অফিসারের অফিস বা প্রশিক্ষণ কেন্দ্রে ফেসিলিটেশন সেন্টার তৈরি করা হবে। ভোটগ্রহণ কেন্দ্রের মতোই ব্যবস্থা থাকবে। প্রতিদিন ভোটকর্মীদের জন্য নতুন ব্যালট বাক্স রাখা থাকবে। ভোট শেষে বাক্স স্ট্রং রুমে পাঠিয়ে দেওয়া হবে। নির্বাচন প্রক্রিয়া শুরুর আগেই ভোটকর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen