জামসিদ নাসিরির ছেলের হ্যাটট্রিকে ফিরতি ম্যাচেও নিভলো মশাল

এটিকে মোহনবাগানের হয়ে ফুল ফোটালেন এক তারকা পুত্র

January 29, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যেঃ ISL এর টুইটার অ্যাকাউন্ট

কলকাতা ডার্বি ম্যাচে নতূন তারকার জন্ম হল শনিবাসরীয় রাতে গোয়ার মাঠে। এটিকে মোহনবাগানের হয়ে ফুল ফোটালেন এক তারকা পুত্র।


কিয়ান নাসিরি হলেন ইরানের প্রাক্তন তারকা জামশিদের পুত্র। তাঁকে এটিকে মোহনবাগান কোচ নামিয়েছিলেন পরিবর্ত হিসেবে ম্যাচের ৬১ মিনিটে। তিনিই প্রথম গোল করলেন, তাঁর গোলেই সমতা ফিরিয়েছিলেন। আর তিনিই কিনা করলেন হ্যাটট্রিক। ডার্বিতে কিয়ানের হ্যাটট্রিকের দৌলতে ইস্টবেঙ্গল চূর্ণ ৩-১ গোলে।

এমনভাবেই তারকার জন্ম হয়। জামশিদ এর আগে বহু ডার্বি ম্যাচের তারকা, কিন্তু তাঁরও কোনওদিন হ্যাটট্রিক ছিল না। কিন্তু কিয়ান ছাপিয়ে গেলেন বিখ্যাত বাবাকেও।

খেলার ৬১ মিনিটে দীপক টাংরির বদলে মাঠে নামেন কিয়ান। যাঁর বয়স মাত্র ২১ বছর। তিনি মাঠে নামতেই পুরো দলটি বদলে যায়। কিয়ান গোল করে সমতা ফেরান। এমনকি শেষ দুটি গোলের ক্ষেত্রে তাঁর আত্মবিশ্বাস সবাইকে অবাক করেছে। একটি ফুটন্ত ম্যাচে একজন নেমেই এমন নায়ক বনে যাওয়ার ঘটনা ভারতীয় ফুটবলে বেশি নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen