ইস্টবেঙ্গলে নতুন চমক! মিজোরামের মিডফিল্ডার রামসাঙ্গাকে সই করাল লাল-হলুদ শিবির

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩৩: আইএসএল ২০২৫ মরসুমের আগে দল গঠনে জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল এফসি। চলতি ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে সক্রিয় ক্লাবগুলির মধ্যে অন্যতম লাল-হলুদ ব্রিগেড। দেশি-বিদেশি—সব বিভাগেই শক্তি বাড়াতে মরিয়া ইস্টবেঙ্গল। এবার আই লিগের এক প্রতিভাবান ফুটবলারকে দলে টেনে ফের শিরোনামে ইস্টবেঙ্গল।
রিয়েল কাশ্মীর এফসির হয়ে দুর্দান্ত পারফর্ম করা মিজোরামের মিডফিল্ডার রামসাঙ্গা টিলাইছুন Ramsanga Tluanga) তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল এফসিতে যোগ দিলেন। ২৫ বছর বয়সি এই মিজো ফুটবলার আগে আইজল এফসির হয়েও দুই মরসুম খেলেছেন।
ইস্টবেঙ্গল এফসির ‘হেড অফ ফুটবল’ থাংবোই সিংটো-এর তত্ত্বাবধানে এই ট্রান্সফার সম্পন্ন হয়েছে। তিনি বলেন,
“রামসাঙ্গা ধারাবাহিক ভাবে আই লিগে দুর্দান্ত পারফর্ম করেছে। ওর সংযোজন আমাদের মাঝমাঠে ভারসাম্য এবং শক্তি বাড়াবে। রামসাঙ্গার মধ্যে ভারতের শীর্ষ ফুটবল লিগে খেলার সামর্থ্য রয়েছে।”
ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজোও রামসাঙ্গার খেলায় মুগ্ধ। তাঁর কথায়,
“রামসাঙ্গা টেকনিক্যালি দারুণ পরিণত ফুটবলার। আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই সমান দক্ষ। বল কন্ট্রোল, বল ডিস্ট্রিবিউশন এবং গোল করার পাশাপাশি অ্যাসিস্টেও ওর দখল রয়েছে। মাঝমাঠের গভীরতা অনেকটাই বাড়বে ওর যোগদানে।”
ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পরে উচ্ছ্বসিত রামসাঙ্গা বলেন,
“ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবে সই করা আমার কাছে গর্বের। ছোটবেলা থেকেই এই ক্লাবের নাম শুনে বড় হয়েছি। এখন সেই জার্সি পরা স্বপ্নপূরণের মতো। আমি আমার সেরাটা দিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।”