জঙ্গিদের আঁতুড়ঘর বিজেপির উত্তরপ্রদেশ, যোগীরাজ্য থেকেই দেশে জাঁকিয়ে বসছে আল-কায়েদা

জানা গিয়েছে, তাদের প্রধান লক্ষ্য ছিল এ রাজ্যে জঙ্গি সংগঠনের নতুন সদস্য তৈরি করা।

August 29, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিজেপি শাসিত উত্তরপ্রদেশ থেকেই বাংলায় আল-কায়েদার জঙ্গি সংগঠন চালানো হত! গোয়েন্দাদের তদন্তে এমন তথ্যই প্রকাশ্যে আসছে। আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে, দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। তাতেই প্রকাশ্যে এসেছে এমন তথ্য। তদন্তে বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যের ওই জঙ্গি সংগঠনের প্রথম সারির দুই থেকে তিনজন জঙ্গির নাম গোয়েন্দারা জানতে পেরেছেন। তারা সামাজিক মাধ্যমের সাহায্যে যাবতীয় যোগাযোগ বজায় রাখত। সংগঠনের বিস্তার নিয়ে পরামর্শ থেকে শুরু করে সদস্যদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া সবই তারা করত। যোগী রাজ্যের আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট সংগঠনের অনেক তথ্য সামনে এসেছে বলেও জানা যাচ্ছে।

জানা গিয়েছে, তাদের প্রধান লক্ষ্য ছিল এ রাজ্যে জঙ্গি সংগঠনের নতুন সদস্য তৈরি করা। সংগঠন মজবুত হলেই তারা ধাপে ধাপে এগোতো। আরামবাগের বাসিন্দা কাজি আহসান উল্লাহ গোয়েন্দাদের হাতে ধরা পড়েছে। নতুন সদস্যদের মগজধোলাইয়ের কাজ করত কাজি আহসান। নানান শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে এই কাজ চালাত ওই ধৃত জঙ্গি। সংগঠনকে লজিস্টিক সাপোর্ট দিত গঙ্গারামপুরের আব্দুল রাকিব। এই দুই জঙ্গির সঙ্গেই উত্তরপ্রদেশের যোগাযোগ রয়েছে, তদন্তে জানা গিয়েছে ওই দুই জঙ্গির সঙ্গে একদা নব্য জেএমবির সুসম্পর্ক ছিল।

গোয়েন্দারা জানতে পেরেছেন, ধীরে ধীরে দেশের নানান রাজ্যে জাঁকিয়ে বসেছে আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট। উত্তরপ্রদেশে বসেই গোটা দেশে কাজ চালাত জঙ্গি সংগঠনটি, ভারতজুড়েই ছড়িয়ে গিয়েছে আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট। অসম, কেরল, বাংলা ও উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে সংগঠনের শিকড় ছড়িয়েছে বলেই জানা গিয়েছে। এতেই ঘুম উড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সেই কারণে যোগী রাজ্যে থাকা ওই ২-৩ জন জঙ্গিকে দ্রুত গ্রেপ্তার করতে গোয়েন্দারা পদক্ষেপ শুরু করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen