একুশের আগে ব্যাপক রদবদল তৃণমূলে
কার্যত ঢেলে সাজানো হচ্ছে সংগঠনকে

প্রত্যাশামতো একুশের বিধানসভা লড়াইয়ের আগে সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল ঘটল রাজ্যের শাসক শিবিরে। কার্যত ঢেলে সাজানো হচ্ছে সংগঠনকে।
হাওড়া শহরে তৃণমূল সভাপতি লক্ষ্মীরতন শুক্ল। অরূপ রায়কে সরিয়ে নতুন দায়িত্বে লক্ষ্মীরতন। নদিয়ার তৃণমূল সভাপতি হলেন মহুয়া মৈত্র।
কোচবিহারের তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। দঃ দিনাজপুরের সভাপতির পদ থেকে অপসারিত অর্পিতা ঘোষ।
বাঁকুড়ার তৃণমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরা। ঝাড়গ্রামে তৃণমূল জেলা সভাপতি দুলাল মুর্মু। পুরুলিয়ায় তৃণমূল জেলা সভাপতি গুরুপদ টুডু।
মাওবাদী সন্দেহে দীর্ঘকাল জেলবন্দি থাকার পর গত বছর মুক্ত হওয়া ছত্রধর মাহাতোকে সরাসরি নিয়ে আসা হল তৃণমূলের রাজ্য কমিটিতে। এই সংযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।
এছাড়া রাজ্য কমিটির নতুন সদস্য হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সুকুমার হাঁসদা, চূড়ামণি মাহাতো। ২১ জনের রাজ্য কমিটির অধিকাংশেই ঠাঁই পেলেন নতুনরা।