দুর্গাপুরকাণ্ডে নয়া মোড়, ৫ জনের পর এবার গ্রেপ্তার সহপাঠীও

October 14, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৫৩: দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় নতুন মোড়। মঙ্গলবার সন্ধ্যায় নির্যাতিতার সহপাঠীকেও গ্রেপ্তার করল পুলিশ। এর ফলে এই ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়। পুলিশ জানিয়েছে, ধর্ষণ করেছেন একজনই, তবে বাকিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার চার দিন পর নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। দুপুরে পুলিশ পরানগঞ্জের জঙ্গলে ঘটনাস্থলে গিয়ে পুনর্নির্মাণ করে। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরী জানান, সহপাঠীর ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয়। তাঁর পরিধেয় পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে এবং ডিএনএ পরীক্ষা হবে সব অভিযুক্তের।

কমিশনার জানান, অভিযোগের দু’দিনের মধ্যে সকল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত ১টা ৫ মিনিটে মৌখিক অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ৩টা ৩৮ মিনিটে হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করেন। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ও তাঁর বন্ধু ছাড়া ঘটনাস্থলে থাকা পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নির্যাতিতার পরিবার দাবি করেছে, মেয়েকে অনিচ্ছা সত্ত্বেও ক্যাম্পাসের বাইরে নিয়ে গিয়েছিল সহপাঠী। সেখানেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। তাঁরা অভিযোগ করেছেন, ধর্ষণের পর মেয়ের মোবাইল ছিনিয়ে নিয়ে ৩ হাজার টাকা দাবি করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে প্রতিটি ধাপ ধরে। ফরেন্সিক ও মেডিক্যাল রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। কমিশনার বলেন, ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে নির্যাতিতার পরিবারকে। তদন্তে অনেকটাই অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen