চিড়িয়াখানায় দর্শকদের সামনে এলো সদ্যজাত জিরাফ শাবক

এই নিয়ে আলিপুর চিড়িয়াখানায় জিরাফের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। তার মধ্যে ৩টি পুরুষ ও ৬টি মহিলা

December 6, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

শীতের শুরুতেই আলিপুর চিড়িয়াখানায় সুখবর। জন্ম নিয়েছে একটি জিরাফ (Giraffe)। শনিবার সেই জিরাফটিকে দর্শকদের সামনে নিয়ে আসা হয়েছে। আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoo) সূত্রে খবর, গত মাসের ২৭ তারিখ একটি পুরুষ জিরাফ শাবক জন্ম নিয়েছে। এতদিন তাকে আড়ালেই রাখা হয়েছিল। তার মায়ের নাম লক্ষ্মী। তবে এখনও পর্যন্ত সদ্যজাতর নামকরণ  করা হয়নি বলেই চিড়িয়াখানার তরফে জানানো হয়েছে। মা এবং সন্তান সম্পূর্ণ সুস্থ রয়েছে বলেই জানিয়েছেন পশুশালার অধিকর্তা আশিসকুমার সামন্ত। এই নিয়ে আলিপুর চিড়িয়াখানায় জিরাফের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। তার মধ্যে ৩টি পুরুষ ও ৬টি মহিলা। এদিন সকালে শাবকটিকে এনক্লোজারে নিয়ে আসা হয়েছে। শাবকটিকে দেখতে চিড়িয়াখানার মোট দর্শকদের বেশিরভাগই এদিন ঩ভিড় জমান জিরাফের খাঁচার সামনে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen