কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথি নবনির্বাচিত সাংসদ শত্রুঘ্ন
সাবধানতার কথা মাথায় রেখেই আমরা বাইরে থেকে কাউকে আমন্ত্রণ জানাইনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা।’

মহামারী কাটিয়ে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধন এবার নজরুল মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে হতে চলেছে। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান অতিথি শত্রুঘ্ন সিনহা। ফেস্টিভ্যাল চেয়ারম্যান রাজ চক্রবর্তীর কথায়, ‘করোনার বিধিনিষেধ শিথিল হলেও এখনও আমাদের সাবধানে থাকতে হবে। সাবধানতার কথা মাথায় রেখেই আমরা বাইরে থেকে কাউকে আমন্ত্রণ জানাইনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা।’
আসানসোল লোকসভার উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি সদ্য সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। বাংলারই ঘরের লোক এখন। মুখ্যমন্ত্রী, শত্রুঘ্ন ছাড়াও রঞ্জিত মল্লিক, প্রসেনজিত্ চট্টোপাধ্যায় সহ টলিউডের প্রায় সমস্ত কলাকুশলী উপস্থিত থাকবেন। উদ্বোধনী ছবি হিসেবে সেদিন নজরুল মঞ্চে সত্যজিত্ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ দেখানো হবে। একই সঙ্গে এই ছবি সেদিন রবীন্দ্র সদনেও দেখানো হবে।