আগামী বছর থেকে ৯ই আগস্ট ‘পড়ুয়া দিবস’ হিসেবে পালিত হবে: মমতা

একুশের ‘বৈপ্লবিক’ লড়াইয়ে প্রথম সারিতে লড়তে বললেন জননেত্রী।

August 28, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ ২৮শে আগস্ট। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। অন্যান্যবার মেয়ো রোডে সমাবেশ করলেও, অতিমারীর কারণে এই বছর ভার্চুয়াল সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনলাইন হলেও ওনার বক্তৃতার ঝাঁঝ একই রকম ছিল। আজকের মঞ্চ থেকে ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানালেন তিনি। একুশের ‘বৈপ্লবিক’ লড়াইয়ে প্রথম সারিতে লড়তে বললেন জননেত্রী।

আজকের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র-যুবকে উদ্বুদ্ধ করতে নতুন স্লোগান দিলেন। ‘লড়বো, গড়বো, বাঁচবো, হাসবো, জিতবো, হাসবো। জয় আসবেই’ – স্লোগানেই পড়ুয়াদের আগামীদিনের পথ বাতলে দিলেন দিদি। তিনি বলেন, বাংলার ছাত্রছাত্রীরা শুধু রাজ্যের নয়, সারা দেশের সম্পদ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী বছর থেকে ৯ই আগস্ট ‘পড়ুয়া দিবস’ হিসেবে পালিত হবে।

তিনি ছাত্রছাত্রীদের বলেন, বিজেপি কোটি কোটি টাকা ব্যবহার করে ভুয়ো খবর ছড়াচ্ছে। সেই কারণেই, যুবসমাজকে সজাগ থাকতে বলেন দিদি। তাঁর বক্তব্য, বিজেপির অপপ্রচারের মোকাবিলা সোশ্যাল মিডিয়ায় করবে ছাত্র-যুবরাই। বিজেপির মিথ্যে কথার চাদর ছিন্ন করবে তারাই।

https://www.facebook.com/AITCofficial/videos/917432955408836/
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen