বেনজির সিদ্ধান্ত ক্রীড়ামন্ত্রকের! আগামী বছর এশিয়ান গেমসে ফুটবল দল পাঠাবে না ফেডারেশন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০: ২০২৬ সালে জাপানে বসবে এশিয়ান গেমসের আসর। ইতিমধ্যে এই মেগা ইভেন্টকে মাথায় রেখে বিভিন্ন বিভাগে যোগ্যতা অর্জনের লড়াই চলছে। এরই মধ্যে ভারতীয় ফুটবলের জন্য হৃদয়বিদারক খবর শোনা গেল। শোনা যাচ্চে, আসন্ন এশিয়ান গেমসে নাকি ফুটবল দল নাও পাঠাতে পারে দেশের ক্রীড়ামন্ত্রক।
পদক জয়ের সম্ভাবনা রয়েছে এমন প্রতিযোগী বা দল পাঠাতে চাইছেন ভারতীয় ক্রীড়াজগতের কর্তাব্যক্তিরা। বিগত কয়েকটি টুর্নামেন্টে ভারতীয় পুরুষ ও মহিলা ফুটবল দলের পারফরম্যান্স মোটেই ভালো নয়। ফলে আসন্ন এশিয়ান গেমসে ফুটবল দল পাঠানোর ক্ষেত্রে আগ্রহী নয় ক্রীড়ামন্ত্রক।
এশিয়ান গেমসে দেশের প্রতিনিধিত্ব করার জন্য ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে ক্রীড়ামন্ত্রক। দলগত ইভেন্টগুলির ক্ষেত্রে এশিয়ান ক্রমতালিকায় প্রথম আটটি দলের মধ্যে থাকতে হবে, তবেই তাদের পাঠানো হবে। ফুটবলের ক্ষেত্রে ভারতের পুরুষ দল রয়েছে ২৪ নম্বরে। মহিলা দলের অবস্থান ১২। ক্রীড়ামন্ত্রকের নতুন নীতি অনুযায়ী দু’দলেরই ছাড়পত্র পাওয়া অসম্ভব। যদিও মহিলা দলের কাছে একটি সুযোগ থাকছে। আগামী বছর মেয়েদের অনূর্ধ্ব-২৩ এশিয়ান গেমসের কোয়ার্টার-ফাইনালে পৌঁছলে এশিয়ান গেমসে ছাড়পত্র পেতে পারেন ভারতের মেয়েরা।