‘সামনের বার জনসভা নয়, পথসভা করতে হবে’ মমতাকে কটাক্ষ দিলীপের
রাজ্য বিজেপি সভাপতি এদিন তৃণমূলকে তোপ দেগে বলেন, “মানুষ ভোট দেবেন না বুঝেছেন মমতা, সে জন্যই একাধিক পুরসভায় ভোট করাচ্ছেন না, নাগরিক অধিকার কেড়ে ক্ষমতা ভোগ করছেন।”
আগেই ২১ শে জুলাইকে ‘প্রহসন দিবস’ হিসেবে পালন করার ডাক দিয়েছিলেন দিলীপ ঘোষ। এবার এক কাঠি এগিয়ে বললেন, ‘মুখ্যমন্ত্রী হিসেবে এটাই শেষ ২১ জুলাই, সামনের বার জনসভা নয়, পথসভা করতে হবে।’
রাজ্য বিজেপি সভাপতি এদিন তৃণমূলকে তোপ দেগে বলেন, “মানুষ ভোট দেবেন না বুঝেছেন মমতা, সে জন্যই একাধিক পুরসভায় ভোট করাচ্ছেন না, নাগরিক অধিকার কেড়ে ক্ষমতা ভোগ করছেন।”
তিনি রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “অপরাধের নিরিখে এগিয়ে বাংলা। গণতন্ত্রকে বিজেপি সম্মান করে, বিজেপি কেনাকাটায় বিশ্বাস করে না, বিরোধী হয়।”

প্রসঙ্গত এদিন প্রাতঃভ্রমণে বেড়িয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেন, “যাঁরা গণতন্ত্র রক্ষার জন্য প্রাণ দিয়েছেন, তাঁরা যে দলেরই হোক, বাংলার মানুষ তাঁকে স্মরণ করবে।”
তিনি আরো বলেন, “১৯৯৩ সালে ১৩ জন শহিদ হয়েছিলেন। সেদিনের থেকে রাজ্যের পরিস্থিতি খারাপ। সেদিন পুলিশ এক জায়গায় গুলি চালিয়েছিল। কিন্তু এখন রাজ্যের বিভিন্ন জায়গায় গুলি, বন্দুক,বোমের আওয়াজ আসছে আর বিরোধীদের ধরে টানিয়ে দেওয়া হচ্ছে।”