ফের বিপত্তি নিক্কো পার্কে, জয়রাইডে মৃত্যু যুবকের
বন্ধুরা ধরাধরি করে নীচে নামাচ্ছে, সেটা লাইফ গার্ডদের চোখে পড়তেই সঙ্গে সঙ্গে ফার্স্ট এইড সেকশনে নিয়ে যাওয়া হয় তাকে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: ফের বিপত্তি নিক্কো পার্কে। মৃত্যু হল এক যুবকের! প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বুধবার ওই যুবক নিক্কো পার্কের ভিতরে ওয়াটার পার্কে স্নান করতে নেমেছিলেন। সেই সময়েই আচমকা সংজ্ঞা হারান রাহুল দাস নামে ওই যুবক। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শীদের কথায়, নায়াগ্রা ফলসের সামনে বারান্দায় দাঁড়িয়ে ছিল রাহুল। সেই সময় ওপর থেকে মাথায় জল পড়ছে। মজা করতে করতে তার মাঝেই মাথা ঘুরে বসে পড়ে সে। বন্ধুরা ধরাধরি করে নীচে নামাচ্ছে, সেটা লাইফ গার্ডদের চোখে পড়তেই সঙ্গে সঙ্গে ফার্স্ট এইড সেকশনে নিয়ে যাওয়া হয় তাকে। নিক্কোপার্কের ডিউটিতে থাকা নার্স রাহুলকে পরীক্ষা করে জানান, তার পালস খুব কম। দেরি না করে তৎক্ষণাৎ পার্কের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে তাকে ক্যালকাটা হার্ট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
খবর পেয়ে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ প্রথমে হাসপাতালে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। নিক্কো পার্কে (Nicco Park) যায় বিশাল পুলিশবাহিনী। কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা জানতে রাহুলের বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাইড ভেঙে জলে পড়ে মৃত্যু হয়েছে যুবকের। এই ঘটনার জেরে নিক্কো পার্কে আসা অন্যান্য পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এই ঘটনার ফলে আপাতত বন্ধ ওয়াটার পার্ক। বলে রাখা ভালো, এর আগে গত ২০১২ সালে জয়রাইড (Joy Ride) ভেঙে জখম হন কমপক্ষে ১৫ জন।