হুগলিতে কর্মসংস্থানের জোয়ার, জোড়া কারখানা খুলতে চলেছে নিফা গ্ৰুপ

পাশাপাশি ফালতায় ব্রাউনফিল্ড প্রকল্পের সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পগুলিতে মোট ১৮০ কোটি টাকার বিনিয়োগ করা হবে।

January 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতাভিত্তিক ইঞ্জিনিয়ারিং ও ম্যানুফ্যাকচারিং সংস্থা নিফা গ্রুপ নয়া কারখানা খুলতে চলেছে হুগলিতে। ডানকুনি ও চন্দননগরে দুটি গ্রিনফিল্ড ইউনিট স্থাপন করতে চলেছে তারা। পাশাপাশি ফালতায় ব্রাউনফিল্ড প্রকল্পের সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পগুলিতে মোট ১৮০ কোটি টাকার বিনিয়োগ করা হবে।

নতুন কারখানা তৈরি এবং পুরনো কারখানা সম্প্রসারণের মাধ্যমে হুগলি ও সংলগ্ন অঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ হবে বলে আশা করা হচ্ছে। নিফা গ্রুপ ইতিমধ্যেই বাংলায় সাতটি উৎপাদন ইউনিট পরিচালনা করছে। দু’হাজারের বেশি কর্মচারী নিয়োগ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে তারা ৯০ কোটি টাকা বিনিয়োগ করেছিল। আগামী দুই অর্থবর্ষের জন্য ১৮০ কোটি টাকার নতুন বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ডানকুনি এবং চন্দননগরে নতুন কারখানা স্থাপনের ফলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। ডানকুনি এবং চন্দননগরে নতুন কারখানাগুলির জন্যে প্রচুর সংখ্যক দক্ষ ও অদক্ষ শ্রমিকের প্রয়োজন হবে। যা কর্মসংস্থানের পথ সুগম করবে।

নিফা গ্রুপ বিশ্বের ৩০টিরও বেশি দেশে তাদের পণ্য রপ্তানি করে। নতুন কারখানা চালু হলে রপ্তানি আরও বৃদ্ধি পাবে। গ্রিনফিল্ড প্রকল্পের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি, রেলের সরঞ্জাম ও বৈদ্যুতিক সুইচগিয়ারের উৎপাদন বাড়ানো হবে। নিফা গ্রুপের এই উদ্যোগ হুগলিকে গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen