রাত্রিকালীন বাস পরিষেবা শুরু হল কলকাতা বিমানবন্দরে

কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি রাত ১০ টা নাগাদ হাওড়া পর্যন্ত এবং রাত ১২ টা নাগাদ হাওড়া ভায়া শিয়ালদহ বাস পরিষেবা চালু হল

June 20, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
কলকাতা বিমানবন্দর, ছবি সৌজন্যে- telegraph

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার থেকে রাত্রিকালীন বাস পরিষেবা চালু হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি রাত ১০ টা নাগাদ হাওড়া পর্যন্ত এবং রাত ১২ টা নাগাদ হাওড়া ভায়া শিয়ালদহ বাস পরিষেবা চালু হল।

বিমানবন্দরে আগত যাত্রীদের সঙ্গে ট্যাক্সিচালকদের ভাড়া নিয়ে বাকবিতণ্ডা নিত্যদিনের ঘটনা। যাত্রীদের অভিযোগ ছিল কলকাতায় বিমানবন্দরে রাত্রিবেলা কোনও রকম বাস কিংবা প্রিপেইড ট্যাক্সি পরিষেবা পাওয়া যেত না। এই বাস পরিষেবা চালু হওয়ায় ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে ট্যাক্সিচালকের বচসা অনেকটাই কমবে বলে মনে করছে পুলিশ।

বতর্মানে যে বাসগুলি বিমানবন্দর থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে যায়, সেগুলি হল:

  • কলকাতা বিমানবন্দর থেকে হাওড়া স্টেশন পর্যন্ত AC 39 ও VS 2- দুটি এসি বাস সকাল ৭টা থেকে রাত ৯ টা ৩০ পর্যন্ত পাওয়া যায়।
  • কলকাতা বিমানবন্দর ও টালিগঞ্জের মধ্যে V1 বাস রাত ৮টা পর্যন্ত পাওয়া যায়।
  • বিমানবন্দর থেকে গড়িয়ার এসি বাস সন্ধ্যা ৬ টা ৪৪ পর্যন্ত পাওয়া যায়।
  • বিমানবন্দর থেকে ধর্মতলা ও গল্ফ গ্রিনের বাসগুলি সন্ধ্যা ৭ টা পর্যন্ত পাওয়া যায়।
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen