রাতের তাপমাত্রা কমবে ২–৩ ডিগ্রি, বড়দিনের আগে কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.১০: ডিসেম্বরের শেষ প্রান্তে পৌঁছেও জাঁকিয়ে শীত না পড়ায় স্বস্তি ও কৌতূহল—দুটোই রয়েছে বাঙালির মনে। বড়দিনের আগে কি তবে ঠান্ডা বাড়বে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই চোখ হাওয়া অফিসের দিকেই।
ভারতীয় মৌসম ভবন ও আলিপুর আবহাওয়া দফতর-এর সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, নতুন সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়েই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। ২৫ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কতাও জারি হয়েছে।
দক্ষিণবঙ্গে বড়দিনের আগে রাতের তাপমাত্রা ২–৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। হাওড়া, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আকাশ পরিষ্কার থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে রাতের ঠান্ডা বেশি অনুভূত হবে, তাপমাত্রা থাকতে পারে ১১–১৪ ডিগ্রির মধ্যে।
কলকাতায় সকালে হালকা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের থেকে কম। সব মিলিয়ে বড়দিনে শীতের মৃদু ছোঁয়া—ঘোরাঘুরি ও উৎসবের জন্য একেবারে উপযুক্ত।