নীতু, সুইটির পর নিখাত, বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার হ্যাট্রিক ভারতের
ভিয়েতনামের এন থি টামকে হারিয়ে ৪৮-৫০ কেজি বিভাগে চ্যাম্পিয়ন হলেন তিনি।
March 26, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নীতু, সুইটির পর এবার দেশকে সোনা এনে দিলেন নিখাত জারিন। মহিলাদের বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নিখাত জারিন। ভিয়েতনামের এন থি টামকে হারিয়ে ৪৮-৫০ কেজি বিভাগে চ্যাম্পিয়ন হলেন তিনি। উল্লেখ্য, ভারতের চার বক্সার ফাইনালে উঠেছিলেন। তাঁদের মধ্যে তিন জনই সোনা জিতলেন। এখনও লভলিনার ফাইনালে নামা বাকি।