NikleTheKabhiHumGharSe গান মুক্তি পেতেই আলোড়ন সৃষ্টি করল দেশজুড়ে

প্রকাশ্যে এল Dunki Drop 3!

December 1, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
NikleTheKabhiHumGharSe গান মুক্তি পেতেই আলোড়ন সৃষ্টি করল দেশজুড়ে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রকাশ্যে এল Dunki Drop 3! হার্ডি, মানু, বুগু এবং বাল্লি বিদেশে আছে। দেশে তাদের বাড়ি এবং প্রিয়জনদের সাথে দেখা করতে চায় এবং ফিরে আসতে চায়। এই #NikleTheKabhiHumGharSe গানটি সেই আকাঙ্ক্ষাকে বর্ণনা করে যখন তারা বাড়ি ফেরার পথে বেরিয়ে পড়েছে।

NikleTheKabhiHumGharSe গানটির সঙ্গীত পরিচালক প্রীতম ও গানটি গেয়েছেন জনপ্রিয় গায়ক সনু নিগম। দর্শক এই গানটি শুনে কেঁদে ফেলছেন, ভাবুক হয়ে পড়ছেন। বহু বছর পর শাহরুখ খান ই সনু নিগম একসাথে কাজ করছেন। এর আগেও কিছু গান করেছেন যেখানে দর্শক কেঁদে ফেলেছে।

শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘গানটা হঠাৎই মনে আসতে পারেন আপনাদের সাথে শেয়ার করছি। রাজু আর সনু – নাম শুনেই আপন লাগে। আমরাও নিজেদের জীবন গড়ার লক্ষ্যে কোনও না কোনও সময় বাড়ি থেকে বেরিয়ে দূরে যাই। কিন্তু বাড়ির কথা সবসময় হৃদয়ে থাকে।

ছবিটি মুক্তি পাচ্ছে ২১ ডিসেম্বর,২০২৩-এ। প্রথমে তো শাহরুখ ফ্যানরাই অপেক্ষায় ছিল Dunki-র। কিন্তু LuttPuttGaya এর পর #NikleTheKabhiHumGharSe প্রকাশ্যে আসার পর সাধারণ মানুষের উন্মাদনাও তুঙ্গে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen