বিয়েবাড়ি থেকে ফেরার পথে পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ঝাড়খণ্ডের ন’জন

June 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:২৩: পুরুলিয়ার বলরামপুরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল শুক্রবার সকালে। বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ঝাড়খণ্ডের ন’জন। জানা গিয়েছে, একটি বিয়েবাড়ি থেকে চালক-সহ বলেরো গাড়িতে থাকা ৯ জন ঝাড়খণ্ডের নিমডি যাচ্ছিলেন। পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে নামশোল প্রাথমিক বিদ্যালয়ের কাছে রাস্তার বাঁকে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। ছোট গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

অন্যদিকে রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি। সংঘর্ষের জেরে গাড়ির ভিতরে কার্যত দলা পাকিয়ে যান একাধিকজন। এই ঘটনার খবর পাওয়ার পর বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে যান পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও। আহতদের উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৯ জনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর জামশেদপুর-পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দু’টিকে রাস্তার ধারে সরিয়ে নিয়ে যায়। তার পরে আবার জাতীয় সড়কে যান চলাচল শুরু হয়। জানিয়েছে, মৃতদের সকলের বাড়ি ঝাড়খন্ডের সরাইকেলা-খরসোওয়া জেলার নিমডি থানার মুরু, লকড়ি ও বান্দু গ্রামে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen