কেন্দ্রের মন্ত্রীসভায় বড় রদবদল – অর্থমন্ত্রক খোয়াবেন নির্মলা?

ঘনিষ্ঠ মহল সূত্রে পাওয়া খবরে জানা গেছে, দেশের অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারমণের ভূমিকায় অসন্তুষ্ট মোদি। সীতারমণকে বারবারই সমালোচনার মুখে পড়তে হয়েছে।

June 6, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

দিল্লির রাইসিনা হিলে কান পাতলেই শোনা যাচ্ছে একটাই গুঞ্জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন কয়েক সপ্তাহের মধ্যে তার মন্ত্রিসভা রদবদল করবেন। নর্থ-সাউথ ব্লকের অলিন্দে এখন তাই দুশ্চিন্তার মেঘ – কার ভাগ্যে কি ঝুলছে?

ঘনিষ্ঠ মহল সূত্রে পাওয়া খবরে জানা গেছে, দেশের অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারমণের ভূমিকায় অসন্তুষ্ট মোদি। সীতারমণকে বারবারই সমালোচনার মুখে পড়তে হয়েছে। অর্থনীতিবিদ থেকে সাধারণ মানুষ, এমনকি তার দলের কর্মীরাও তাঁর ভূমিকায় ক্ষুব্ধ। দেশের অর্থনীতি তলানিতে পৌঁছে গেছে। এহেন অবস্থায় নির্মলার দুর্বল পরিচালনা এবং সর্বোপরি দাম্ভিক আচরণ এই অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

অর্থমন্ত্রক খোয়াবেন নির্মলা?

অনুমান করা হচ্ছে যে প্রধানমন্ত্রী তার সীতারমণকে সরিয়ে সেই জায়গায় কোনও ব্যাঙ্কারকে সেই জায়গায় বসাতে চলেছেন। আইসিআইসিআই ব্যাঙ্কের চেয়ারম্যান কেভি কামাথের নাম ভাসছে ক্ষমতার অলিন্দে। 

সূত্রের খবর, রদবদলের পরে নির্মলা সীতারমণ প্রতিরক্ষা দপ্তরের দায়িত্ব পাবেন। আর বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহকে বিদেশ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হবে। বর্তমান বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের পদ হাতছাড়া হবে বলেই ঘনিষ্ঠ মহলের খবর। 

রদবদলে কি পুরোনো কোনও মুখ ফেরার আশা আছে? সূত্রের খবর, প্রাক্তন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠোর এবং প্রাক্তন অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা সম্ভবত মন্ত্রিসভায় ফিরছেন না। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen