চতুর্থীতে ‘নিষাদ’-র ছোঁয়া, ছেলের সঙ্গে আলাপ করালেন পরম-পিয়া
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫৩: অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও গায়িকা পিয়া চক্রবর্তীর ঘরে নতুন অতিথির আগমন ঘিরে আনন্দে ভাসছে টলিপাড়া। মহালয়ার পর থেকেই এই তারকা দম্পতির ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন খুদের ছবি আর নাম জানার জন্য। অবশেষে দুর্গাপুজোর চতুর্থীর দিন ছেলের মুখখানি প্রকাশ্যে আনলেন পরম-পিয়া। বড় বড় চোখ, টুকটুকে গাল—প্রথম দর্শনেই মন কেড়ে নিল খুদে।
সেই সঙ্গে জানালেন সন্তানের নামও। ছেলের নাম রাখা হয়েছে ‘নিষাদ’। সুরের সঙ্গে চিরন্তন যোগ রেখে নাম বেছে নিয়েছেন পরমব্রত-পিয়া। ভারতীয় শাস্ত্রীয় সংগীতে সাতটি স্বরের মধ্যে একটি হল নিষাদ, সংক্ষেপে ‘নি’। অর্থাৎ, সুরের আবহেই মিশে রয়েছে খুদের নামের ব্যঞ্জনা। যদিও এই নামের আরও একটি মানে রয়েছে। ‘নিষাদ’- যাকে দুঃখ কখনও ছুঁতে পারে না। ছেলের আরও একটা নাম রেখেছেন তারকাদম্পতি, ‘নডি’।
অভিনেতা আগেই জানিয়েছিলেন, সন্তান জন্মের পর পিতৃত্বকালীন ছুটি নেবেন। সন্তানের বেড়ে ওঠার সাক্ষী থাকবেন তিনি। সে কথা অক্ষরে অক্ষরে পালন করছেন পরমব্রত।
ছবিতে দেখা গিয়েছে, পরম-পিয়া ছেলেকে কোলে নিয়ে আবেগভরা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন। ভক্তরা শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “শিল্পী-দম্পতির ছেলের নাম যেমন সুরেলা, তেমনই হোক তার জীবন।”
অভিনয় ও সংগীতের জগতে একসঙ্গে পথ চলেছেন পরমব্রত ও পিয়া। এ বার তাঁদের সংসারেও সুরের নতুন সঞ্চার। ছোট্ট নিষাদের আগমনে আরও পূর্ণতা পেল তারকা দম্পতির জীবন।