NITI Aayog: বেকারত্ব কমানো থেকে স্বাস্থ্য—একাধিক উন্নয়নে বাংলার প্রশংসা কেন্দ্রীয় রিপোর্টে

July 11, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৭: কেন্দ্রের রিপোর্টেই বাংলার সাফল্যের স্বীকৃতি! বেকারত্ব কমানো থেকে শুরু করে স্বাস্থ্যখাতে উন্নয়ন— একাধিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সাফল্য এবার স্বীকার করে নিল নীতি আয়োগ (NITI Aayog)। সম্প্রতি ‘স্টেট সামারি রিপোর্ট ফর ওয়েস্ট বেঙ্গল’ প্রকাশ করেছে নীতি আয়োগ। এই রিপোর্টে বাংলা-বিহার মানচিত্র বিভ্রাট নিয়ে বিতর্ক শুরু হলেও, রিপোর্টের মূল পরিসংখ্যানে রাজ্যের প্রশংসাই উঠে এসেছে।

রিপোর্টে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে বাংলার বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র ২.২ শতাংশ, যেখানে দেশের গড় ৩.২ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রের ১০০ দিনের কাজ বন্ধ থাকলেও বাংলায় কর্মশ্রী, নিজস্ব প্রকল্প ও অর্থনৈতিক উন্নয়নেই এই সাফল্য এসেছে।

শুধু বেকারত্ব নয়, পানীয় জল সরবরাহ, জীবনযাত্রার মান এবং আর্থসামাজিক উন্নয়নেও বাংলা জাতীয় গড়ের তুলনায় এগিয়ে, তা-ও স্বীকার করেছে কেন্দ্রীয় সংস্থা। যদিও মহিলাদের কর্মসংস্থানে যুক্ত হওয়ার হার এখনও কম বলে রিপোর্টে উল্লেখ রয়েছে।

এছাড়া, স্বাস্থ্যখাতেও রাজ্যের উন্নতি নজরে এসেছে। শিশুমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে রাজ্য সরকারের পদক্ষেপকে কার্যকর বলেই মত নীতি আয়োগের। প্রশাসনিক মহলের দাবি, কেন্দ্রীয় রিপোর্টে এই স্বীকৃতি বিরোধীদের সমালোচনাকে অনেকটাই খাটো করে দিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen