নীতীশ কুমারের শপথ, ‘টেলি অ‍্যাওয়ার্ড’ প্রদান করবেন মমতা, দিনভর নজর কোন কোন খবরে?

November 20, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৩০: নীতীশ কুমারের শপথ
বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ কুমার। বিহার বিধানসভায় NDA-র নেতা হিসাবেও বেছে নেওয়া হয়েছে তাঁকে। আজ বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন তিনি। উপমুখ্যমন্ত্রী হিসাবে বিজেপির সম্রাট চৌধরি এবং বিজয় সিনহাও শপথ নেবেন। আর কে কে শপথ নেন, নজর থাকবে সেদিকে।

‘টেলি অ‍্যাওয়ার্ড’ অনুষ্ঠান
আজ ‘টেলি অ‍্যাওয়ার্ড’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনধান‍্য প্রেক্ষাগৃহে আজ বিকেল সাড়ে ৪ টেয় মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে যোগ দেবেন।

নিম্নচাপের জেরে থমকে শীত
বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। যার জেরে আগামী কয়েক দিনে বাড়বে রাতের তাপমাত্রা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তাপমাত্রা বৃদ্ধি পাবে। সপ্তাহান্তে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে।

ISL ঘিরে বাড়ছে জটিলতা
ধীরে ধীরে আরও অনিশ্চিত হয়ে পড়ছে ISL। আদৌ ISL হবে কি-না, তা নিয়ে জটিলতা বাড়ছে। সমাধান সূত্র মিলছে না। ফেডারেশন দরপত্র চেয়েছিল কিন্তু কেউ আগ্রহ না দেখানোয় শীর্ষ আদালতে গিয়েছে তারা। আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen