বিডার নেই, লিগ বন্ধ! ক্লাবেদের উদ্যোগে ISL চালাতে সবুজ সঙ্কেত ফেডারেশনের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪০: ভারতীয় ফুটবলে চলা অচলাবস্থার মধ্যেই আশার আলো দেখা যাচ্ছে। নতুন কোনও বাণিজ্যিক অংশীদার না মিললেও, এবার আইএসএল ক্লাবরাই নিজেরা হাতে তুলে নিতে পারে লিগ আয়োজনের দায়িত্ব। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) জানিয়ে দিয়েছে—তারা এই প্রস্তাব নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত।
কোন পরিস্থিতি থেকে উঠে এল এই ভাবনা?
ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)-এর সঙ্গে দশ বছরের চুক্তি ৮ ডিসেম্বর শেষ হয়ে যাওয়ার পর থেকে অচলাবস্থায় আটকে আছে ভারতীয় সুপার লিগ। নতুন মাস্টার রাইটস এগ্রিমেন্ট (MRA) নিয়ে কোনও সমাধান হয়নি, আর AIFF-এর টেন্ডারেও কোনও সংস্থা বিড করেনি। ফলে ১৯৯৬ সালের পর এই প্রথম দেশে চলছে না পুরুষদের প্রিমিয়ার ডিভিশনের ফুটবল।
পরিস্থিতি এতটাই গুরুতর যে মোহনবাগান সুপার জায়ান্ট, বেঙ্গালুরু এফসি, ওডিশা এফসি-সহ একাধিক ক্লাব প্রথম দলের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। সমাধান খুঁজতে ক্লাবগুলি সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ক্রীড়া মন্ত্রক—সব জায়গায় ছুটে বেড়ালেও কোনও পথ বেরোয়নি।
ক্লাবগুলির নতুন উদ্যোগ
এই অবস্থায় ৫ ডিসেম্বর AIFF-কে লেখা চিঠিতে প্রায় সব আইএসএল ক্লাব (ইস্টবেঙ্গল বাদে) জানায়—কোনও নতুন বাণিজ্যিক পার্টনার না থাকলে ক্লাবরাই মিলিতভাবে একটি কনসোর্টিয়াম গঠন করে লিগ পরিচালনা করতে প্রস্তুত। এই ধারণাটি প্রথম দেন মোহনবাগান সুপার জায়ান্ট-এর সিইও বিনয় চোপড়া।
বিশ্বের অনেক লিগেই ক্লাব-নির্ভর কনসোর্টিয়াম মডেল সফল, তাই ভারতেও এটাই হতে পারে সাময়িক সমাধান—২০২৫-২৬ মরসুমের জন্য।
AIFF-ও রাজি আলোচনায়
AIFF-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এম. সত্যনারায়ণের মতে, বিষয়টি ২০ ডিসেম্বরের এক্সিকিউটিভ কমিটি ও বার্ষিক সাধারণ সভায় তোলা হবে। তিনি জানান, নভেম্বর থেকেই যৌথভাবে লিগ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল, কিন্তু আদালতের রায় না আসায় সব কাজে বিলম্ব হয়েছে। এখন যত দ্রুত সম্ভব ক্লাবগুলির সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক ডাকতে চাইছে AIFF।
যদি AGM-এ ভোটের মাধ্যমে প্রস্তাবটি পাশ হয়, তাহলে ভারতীয় ফুটবলে বন্ধুত্বপূর্ণ সমাধানের পথ খুলতে পারে কমপক্ষে এ মরসুমের জন্য।