কলকাতায় উধাও ঠান্ডা, জেলায় এখনও জমিয়ে ব্যাটিং শীতের

সংক্রান্তির আগেই শহরে শীত উধাও।

January 11, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

সংক্রান্তির আগেই শহরে শীত উধাও। যদিও জেলায় শীতের দাপট চলছেই। হাওয়া অফিস বলছএ আগামী ৪৮ ঘন্টা পর থেকেই বাড়তে শুরু করবে পারদ। মকরসংক্রান্তি এলেই বাড়তে থাকে তাপমাত্রা, গত কয়েক বছরে বঙ্গের এটাই ট্রেন্ড। আজ ও কাল মোটামুটি একই থাকবে তাপমাত্রা। ১৩ তারিখ থেকে বাড়বে পারদ। মনে করা হচ্ছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তাপমাত্রা। তাপমাত্রা বৃদ্ধির কারণে হিসেবে হাওয়া অফিস পশ্চিমী ঝঞ্ঝাকে দায়ী করছে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৭ ডিগ্রি। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে, জেলায় ঠান্ডার দাপট থাকবে। উত্তরবঙ্গে ১৩ তারিখ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন হাওয়া অফিসের কর্তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen