জীবনের ঝুঁকি নিয়ে অদূর ভবিষ্যতে ক্রিকেট নয়, ঘোষণা সৌরভের

অদূর ভবিষ্যতে ভারতে কোনওরকম ক্রিকেট টুর্নামেন্টের সম্ভাবনা নেই বলে জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, বিসিসিআই-এর সভাপতি সৌরভ গাঙ্গুলি।

April 24, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

অদূর ভবিষ্যতে ভারতে কোনওরকম ক্রিকেট টুর্নামেন্টের সম্ভাবনা নেই বলে জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, বিসিসিআই-এর সভাপতি সৌরভ গাঙ্গুলি।

বিশ্বজোড়া করোনা সন্ত্রাসের মধ্যেই সামনের মে মাস থেকে জার্মানিতে ফুটবল মরশুম শুরু হয়ে যাচ্ছে। সেই প্রসঙ্গ টেনেই সৌরভকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা।

মহারাজের বক্তব্য, জার্মানি ও ভারতের ‘সামাজিক বাস্তবতা’ আলাদা। সৌরভ বলেন, ভারতে কবে থেকে ক্রিকেট টুর্নামেন্ট চালু হবে, তা নির্ভর করে রয়েছে অনেকগুলো যদি ও কিন্তুর উপর। তবে, অদূর ভবিষ্যতের মধ্যে যে কোনও সম্ভাবনা তিনি দেখছেন না, তা স্পষ্ট করে দেন।

বিসিসিআই সভাপতির কথায়, ‘মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে, খেলায় আমি বিশ্বাসী নই।’

ভারতে নোভেল করনোভাইরাসের সংক্রমণ ২১ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ৪৯ জন মারা গিয়েছেন। করোনা পজিটিভ ধরা পড়েছে ১,৪৮৬ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৪০০০ করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen