সভায় ভিড় নেই! বঙ্গ নেতৃত্বের উপর ক্ষুব্ধ নাড্ডা
কেন্দ্রের শাসকদলের প্রধানের সর্বশেষ রাজ্য সফরে দলীয় কর্মসূচিতে কাঙ্ক্ষিত ভিড়ের দেখা মেলেনি।

আড়ম্বরে কমতি নেই। তারপরেও ফ্লপ শো। বঙ্গ নেতৃত্বের উপর ব্যাপক খাপ্পা বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (J P Nadda)। কেন্দ্রের শাসকদলের প্রধানের সর্বশেষ রাজ্য সফরে দলীয় কর্মসূচিতে কাঙ্ক্ষিত ভিড়ের দেখা মেলেনি। অথচ, প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় উপচে পড়েছে লোক। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, তাঁর সভায় ভিড় না হওয়া নিয়ে বঙ্গ পার্টির কাছে রীতিমতো কৈফিয়ত চেয়েছেন নাড্ডা। নরেন্দ্র মোদি থেকে অমিত শাহের সাম্প্রতিক সভা মোটের উপর হিট। কিন্তু দলের সর্বোচ্চ পদাধিকারীর সভায় লোক না হওয়ার ছবিটা ভোটের মুখে গেরুয়া শিবিরের কাছে মোটেও ভালো বিজ্ঞাপন নয়। তাই এর কারণ খুঁজতে কাঁটাছেড়া শুরু হয়েছে দলীয় স্তরে। দিল্লি সূত্রে খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকেও এ নিয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। দলের অন্দরে কোনও গাফিলতি রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে তাও।
জানা গিয়েছে, গত ৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রামে আরবিএম স্কুলের মাঠে ভিড় না হওয়ায় প্রস্তাবিত সভা বাতিল করেছিলেন নাড্ডা। তাঁর হাত দিয়ে সূচনা হওয়া বিজেপির রথেও তেমন লোক হয়নি বলে খোদ দলীয় সূত্রের দাবি। এ প্রসঙ্গে বিজেপির এক নেতা বলেন, উনি সর্বভারতীয় সভাপতি হলেও পার্টির রাশ কার্যত অমিত শাহের হাতে রয়েছে। বাংলায় ভোটের টিকিট বিলি থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সব একাই নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তাই রাজ্য নেতারা মোদি কিংবা শাহের কর্মসূচির সাফল্য নিশ্চিত করতে যতটা সক্রিয়, নাড্ডার ক্ষেত্রে ততটা নন। আরেক নেতার দাবি, সভা ভরাতে অর্থ, পরিবহণ, খাওয়া-দাওয়া সহ একাধিক পরিকাঠামোগত সহায়তা জরুরি। মোদি-শাহের ক্ষেত্রে যে পর্যায়ে এই ‘লজিস্টিক সার্পোট’ দেওয়া হয়, নাড্ডার ক্ষেত্রে তার খামতি রয়েছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী যে মাপের ‘ক্রাউড পুলার’, দলের জাতীয় সভাপতি নিজেকে সেই পর্যায়ে তুলতে পারেননি। আগামী ২৫ ফেব্রুয়ারি ফের রাজ্যে আসছেন নাড্ডা। দিল্লির গুঁতোয় তাঁর সভায় লোক বাড়ে কি না, এখন সেটাই দেখার।