শালবনিতে কেন্দ্রীয় মন্ত্রীর সভায় লোক নেই, কাঠগোড়ায় জেলা বিজেপি

পুরুলিয়াতে সভা সেরে হেলিকপ্টারে করে শালবনীর গোবরু এলাকার দুর্গা পুজোর মাঠে উপস্থিত হয়েছিলেন৷ রবিবার বেলা ১ টা নাগাদ আকাশপথে হাজির হয়েছিলেন সভাস্থলে ৷ তবে সভাস্থলে ছিল না তেমন ভিড়।

March 15, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আগে রথযাত্রায় জঙ্গলমহলে বিজেপির ভিড়ে ভাটা পড়েছিল। ভিড় না হওয়ায় সভাও বাতিল করেছিল বিজেপি। ফের বিজেপির সভার চেনা ভিড় উধাও জঙ্গলমহলের শালবনীতে।

রবিবার বিজেপি (BJP) প্রার্থীর প্রচারে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে (Shabani) হাজির হয়েছিলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানী। পুরুলিয়াতে সভা সেরে হেলিকপ্টারে করে শালবনীর গোবরু এলাকার দুর্গা পুজোর মাঠে উপস্থিত হয়েছিলেন৷ রবিবার বেলা ১ টা নাগাদ আকাশপথে হাজির হয়েছিলেন সভাস্থলে ৷ তবে সভাস্থলে ছিল না তেমন ভিড়। সেখানেই প্রায় ১৫ মিনিট বক্তব্য রেখে হেলিকপ্টারে করে পুনরায় ফিরে যান।

রাজনৈতিক মহলের ধারণা, লোকসভা ভোটে যেভাবে তৃণমূলকে (Trinamool) সরিয়ে বিজেপির উত্থান হয়েছিল জঙ্গলমহলে, ঠিক একই ভাবে বিজেপি ব্যাকফুটে চলে যাচ্ছে জঙ্গলমহল থেকে।

তবে সভাস্থল ফাঁকা নিয়ে বিজেপিকে নিশানা করতে ছাড়েনি তৃণমূল। শালবনী ব্লক সভাপতি নেপাল সিংহ বলেন, বাংলায় বিজেপির ধ্বংস শুরু জঙ্গলমহল থেকে। প্রতিটা সভায় ফাঁকা যাবে জঙ্গলমহলে। ডিজেল-পেট্রোল-রান্নার গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে দুর্দশার মধ্যে ঠেলে দিয়েছে। মানুষ তার জবাব দিচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen