পুরুলিয়াতে অমিত শাহের সভায় হল না জনসমাগম, চিন্তায় গেরুয়া শিবির
যে কয়জন পুরুলিয়ার বাসিন্দা এসেছিলেন অমিত শাহের জনসভায়, তারাও অমিত শাহের কোনরকম হোমওয়ার্ক ছাড়া ভাষণ শুনে মাঝপথেই বাড়ির পথ ধরেন।
March 25, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

বিজেপির রাজ্য নেতৃত্তের বিশেষ তত্ত্বাবধানে প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড থেকে প্রায় ৩০০ বাস ভাড়া করে পুরুলিয়ার (Purulia) বাঘমুন্ডিতে অমিত শাহের জনসভায় লোক আনার ব্যবস্থা করা হয়েছিল।
কিন্তু যেকোনো কারণেই হোক সমস্ত বাস ভর্তি করা সম্ভব হয়নি। তার উপরে জঙ্গলমহলে বিজেপির জনপ্রিয়তার যেভাবে তিনি পরদিন প্রায় শূন্যে গিয়ে ঠেকতে শুরু করেছে, দাতে এই প্রচন্ড গরমের মধ্যেও অমিত শাহের (Amit Shah) হিন্দি বক্তব্য শুনতে আগ্রহ দেখাননি জেলার মানুষ।
তার উপরে যে কয়জন পুরুলিয়ার বাসিন্দা এসেছিলেন অমিত শাহের জনসভায়, তারাও অমিত শাহের কোনরকম হোমওয়ার্ক ছাড়া ভাষণ শুনে মাঝপথেই বাড়ির পথ ধরেন।