পিপিপি মডেলে স্কুল চালানো নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও আলোচনাই হয়নি: ব্রাত্য

কোনও কোনও মহল থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে৷ এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্যে থাকতে পারে

February 19, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এরাজ্যের শিক্ষাক্ষেত্রকে বেসরকারি হাতে তুলে দিতে চায় সরকার৷ গত কয়েকদিন ধরে এ নিয়ে জল্পনা চলায় শনিবার বিষয়টি স্পষ্ট করে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)৷ তিনি জানান, পিপিপি মডেলে স্কুল চালানো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে কোনও আলোচনা হয়নি৷ তাঁর মতে, কোনও কোনও মহল থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে৷ এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্যে থাকতে পারে৷

শিক্ষাক্ষেত্রে নাকি বেসরকারিকরণ চায় রাজ্য৷ গত কয়েকদিন ধরে এমনই কানাঘুষো চলছে৷ শোনা যায়, পিপিপি মডেলে রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কীভাবে তুলে দেওয়া হবে তার জন্য খসড়া নীতি তৈরি করেছে শিক্ষা দপ্তর৷ বিষয়টি সামনে আসার পরই এর বিরোধিতায় পথে নেমেছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই৷ তাদের অভিযোগ, কেন্দ্রের শিক্ষানীতিকে ঘুরপথে এরাজ্যে চালু করতে চাইছে সরকার৷ যদিও ব্রাত্য বসু সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন৷

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen