বেসরকারি বাসে ভাড়া বাড়বে না, স্পষ্ট জানালেন শুভেন্দু

লকডাউনের মধ্যে বাড়বে না বেসরকারি বাসের ভাড়া। সরকারি বাসের মতোই বর্তমান ভাড়াতেই নামাতে হবে বাস মালিকদের। শনিবার সাংবাদিক বৈঠক করে এমনই জানিয়ে দিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘বেসরকারি বাসে ভাড়া বৃদ্ধি অনুমোদন করছে না রাজ্য সরকার।’ বাস ভাড়া বৃদ্ধি নিয়ে খবর ‘সত্য নয়’ বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন পরিবহণমন্ত্রী।

May 16, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

লকডাউনের মধ্যে বাড়বে না বেসরকারি বাসের ভাড়া। সরকারি বাসের মতোই বর্তমান ভাড়াতেই নামাতে হবে বাস মালিকদের। শনিবার সাংবাদিক বৈঠক করে এমনই জানিয়ে দিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘বেসরকারি বাসে ভাড়া বৃদ্ধি অনুমোদন করছে না রাজ্য সরকার।’ বাস ভাড়া বৃদ্ধি নিয়ে খবর ‘সত্য নয়’ বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন পরিবহণমন্ত্রী।

করোনার আবহে চলছে বাস

বুধবার বাস মালিকদের ৫টি সংগঠনের সঙ্গে বৈঠকের পর রাজ্যে কনটেনমেন্ট জোনের বাইরে বাস চালানোর প্রস্তাব দিয়েছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্যবিধি মেনে সর্বাধিক ২০ জন যাত্রী নিয়ে বাস চালানো হচ্ছে কিনা, তা নজর রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল। এরপরই বৃহস্পতিবার নিজেদের মধ্যে আলোচনার পর বর্তমান ভাড়ার চেয়ে তিনগুণ বেশি ভাড়া দাবি করে প্রস্তাব পরিবহণ দফতরে জমা দিয়েছিলেন বাস মালিকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen