করোনার দাপট – ৬টি শহর থেকে বিমান আসবে না কলকাতায়
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ শনিবার দুপুরে টুইট করে জানাল, দেশের ৬টি রাজ্য থেকে ৬ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত কলকাতায় কোনও বিমান নামবে না।
July 4, 2020
|
< 1 min read
Published by: Drishti Bhongi
করোনাভাইরাস রুখতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সংক্রমণের শীর্ষে থাকা রাজ্যগুলি থেকে কলকাতায় বিমান আসার ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই দাবিকে মেনে নিল কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচলমন্ত্রক।

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ শনিবার দুপুরে টুইট করে জানাল, দেশের ৬টি রাজ্য থেকে ৬ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত কলকাতায় কোনও বিমান নামবে না। এই ছ’টি শহর হল– মুম্বই, দিল্লি, পুণে, চেন্নাই, আমদাবাদ এবং নাগপুর। ঘটনাচক্রে ৬টির মধ্যে তিনটিই মহারাষ্ট্রের।