‘যতই করো SIR/এ বাংলা ফের মমতার’, তৃণমূল কর্মী-সমর্থকদের ২৬শের সুর বেঁধে দিলেন দেবাংশু

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল কর্মী, সমর্থকদের লড়াইয়ের সুর বেঁধে দিলো দেবাংশুর নতুন গান। তৃণমূলের তরুণ তুর্কি নেতা তথা আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য আরও এক নতুন গান দিয়ে হাজির হলেন। গানের কথায় রয়েছে, ‘যতই করো SIR/এ বাংলা ফের মমতার’। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ঝড় বইতে শুরু করেছে। উচ্ছ্বসিত জোড়াফুল শিবিরের নেতা, কর্মী এবং সমর্থকেরা।
এর আগে ‘মমতাদি আরেক বার’, ‘দিল্লি যাবে হাওয়াই চটি’র মতো স্লোগান কেন্দ্রিক গান তৈরি করেছেন দেবাংশু। ২০২১-র নির্বাচনের আগে তিনি লিখেছিলেন ‘খেলা হবে’। মমতা থেকে মোদী, তাবড় নেতাদের মুখে শোনা গিয়েছিল ‘খেলা হবে’। রীতিমতো একুশের ভোটে মন্ত্র হয়ে উঠেছিল খেলা হবে। এবার ফের নয়া গান প্রকাশ করলেন দেবাংশু।
গানে মোদী সরকারের করা নোটবন্দি, আধার লিংকের জন্য মানুষকে লাইনে দাঁড় করানোর মতো ঘটনাগুলিকে খোঁচা দিয়েছেন দেবাংশু। বাংলায় যে ফের মমতা আসছেন তা কার্যত জানিয়ে দেওয়া হয়েছে গানের কলিতে। ইতিমধ্যে গানটি ট্রেন্ড করতে শুরু করেছে নানান সমাজ মাধ্যমে।