ড্রাইভিং লাইসেন্সের জন্য এবার আর আরটিও অফিস যেতে হবে না, ১ জুন থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে

সংশ্লিষ্ট নাবালককে ২৫ বছর বয়স পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না।

May 22, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যাঁরা ড্রাইভিং লাইসেন্স করানোর কথা ভাবছেন, তাঁদের জন্য সুখবর! লাইসেন্সের জন্য এবার থেকে আর কাউকে সরকারি আঞ্চলিক পরিবহণ অফিসে (আরটিও) গিয়ে পরীক্ষা দিতে হবে না। ইচ্ছুক ব্যক্তিরা সরকারি আরটিও-র পরিবর্তে ব্যক্তিগত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রেই ড্রাইভিংয়ের পরীক্ষা দিতে পারবেন। ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনের প্রক্রিয়াকে অনেকটাই সরলীকরণ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে লাইসেন্সের যোগ্যতার জন্য পরীক্ষা পরিচালনা এবং সার্টিফিকেট প্রদানের জন্য প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হচ্ছে। সড়ক পরিবহণ মন্ত্রকের তরফে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য এই নতুন নির্দেশিকার কথা ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুন থেকে সারা দেশে এই নয়া নিয়ম কার্যকর হবে।

এই নতুন নিয়মের আরও লক্ষ্য হল প্রায় ৯ লক্ষ পুরানো সরকারি যানবাহনকে পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া। পাশাপাশি, দূষণ হ্রাস করা। গাড়ির নির্দিষ্ট গতিসীমা লঙ্ঘনের জন্য জরিমানার পরিমাণ ১ থেকে ২ হাজারের মধ্যেই থাকছে। তবে, কোনও নাবালক গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে ২৫ হাজার টাকা জরিমানা করা হবে। সেই সঙ্গে গাড়ির মালিকের রেজিস্ট্রেশন কার্ডও বাতিল করা হবে। সংশ্লিষ্ট নাবালককে ২৫ বছর বয়স পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen