জুলাই মাসের পরিসংখ্যানকে ছাপিয়ে গেল আগস্টের বেকারত্বের হার, দেশজুড়ে হাহাকার
আশা-নিরাশার মধ্যেই এক হতাশার পরিসংখ্যানে সচকিত হয়েছে দেশ।
September 2, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

তৃতীয় ঢেউয়ের আগমন ঘিরে ভীতি ও আশঙ্কার মধ্যেও ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ এখনও পর্যন্ত নিয়ন্ত্রণেই রয়েছে বলা চলে।
সংক্রমণের ২৪ ঘণ্টার পরিসংখ্যানে কোনও কোনও দিন উর্ধ্বমুখী হচ্ছে গ্রাফ, তো কখনও নেমে যাচ্ছে অনেকটাই। সেই আশা-নিরাশার মধ্যেই এক হতাশার পরিসংখ্যানে সচকিত হয়েছে দেশ। যেখানে বলা হচ্ছে যে কোভিড ১৯-র জেরেই দেশে নতুন করে কর্মসংস্থান হারিয়েছেন বহু মানুষ। সরকারেরও উদ্বেগ বাড়িয়েছে এই হিসেব।