বিজেপির কারও দাঁড়ানোর সাহস হচ্ছে না আমার বিরুদ্ধে: জ্যোতিপ্রিয়

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে হাবড়ার পৃথিবা পঞ্চায়েতের নন্দনকানন এলাকায় ও বিকেলে তিনি বদরহাট বাজারেও প্রচার সারেন। গত লোকসভা ভোটের ফলাফল দেখার পর থেকেই হাবড়ায় বিশেষ নজর দিয়েছেন জ্যোতিপ্রিয়বাবু।

March 16, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

বিজেপি প্রতিহিংসা পরায়ণ দল। ভোট এলেই সিবিআই, ইডিকে ব্যবহার করে বিরোধীদের নোটিস পাঠায়। এইসব দপ্তরের মাধ্যমে যাঁদের বিপাকে ফেলা যাবে না, তাঁদের গাড়ি দুর্ঘটনায় মারার পরিকল্পনা করে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন। সোমবার হাবড়ায় নির্বাচনী প্রচারে এসে এই কথা বলেন হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। এদিন হাবড়ায় একাধিক কর্মসূচিতে বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন জ্যোতিপ্রিয়বাবু। যদিও বিজেপির দাবি, হার নিশ্চিত বুঝে পাগলের প্রলাপ বকছেন জ্যোতিপ্রিয়বাবু।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে হাবড়ার পৃথিবা পঞ্চায়েতের নন্দনকানন এলাকায় ও বিকেলে তিনি বদরহাট বাজারেও প্রচার সারেন। গত লোকসভা ভোটের ফলাফল দেখার পর থেকেই হাবড়ায় বিশেষ নজর দিয়েছেন জ্যোতিপ্রিয়বাবু। নিয়ম করে হাবড়ার বিভিন্ন এলাকায় জনসংযোগের পাশাপাশি হাবড়া শহরে মানুষের বাড়ি বাড়ি পরিষেবা পৌঁছে দেওয়া ও জনসংযোগের কাজে খামতি রাখেননি। ভোটের প্রাক মুহূর্তেও জনসংযোগে তিনি কোনও খামতি রাখতে চাইছেন না। শুধু তাই নয়, এখনও বিজেপি কিংবা সংযুক্ত মোর্চার প্রার্থী ঘোষণা না হওয়ায় এই সময়কে তিনি আরও বেশি করে কাজে লাগাতে চাইছেন। একেবারে বাড়ি ধরে ধরে প্রচারের কাজে বিরোধীদের থেকে এগিয়ে যেতে চাইছেন। এদিন হাবড়ায় তিনি বলেন, বিজেপির (BJP) বড়ো বড়ো নেতারা ভাষণ দিয়েছিলেন, আমি যেখানে দাঁড়াব, সেখানে নাকি হারাবে। আমি তো হাবড়ায় প্রার্থী হয়েছি। ভোটের দেওয়াল লিখন সম্পূর্ণ হয়ে গিয়েছে। অথচ ওঁরা কেউ আমার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাচ্ছেন না। ওঁরা না দাঁড়ালে খেলা আর কী করে হবে। আমি আপনাদের বলছি, ওরা তো পরিযায়ী পাখিদের মতো ভোটের সময় এলাকায় আসেন। আমি সারা বছর হাবড়ায় থাকি। জল জমলে আসি, ঘর ভাঙলে আসি, কেউ অসুস্থ হলেও পৌঁছে যাই। ভোট মিটে গেলে ওঁদের টিকিটাও দেখতে পাবেন না। বিজেপির কর্মীরা ফলাফল কী হবে বুঝে গিয়েছেন। সেকারণে ওঁদের কেউ ভোটে দাঁড়াতে চাইছেন না। তাই বিজেপি সাংসদদের বাধ্য হয়ে ভোটে দাঁড় করাচ্ছে। এরপর হয়তো দেখবেন, ওইসব সাংসদদের পৌরসভা ও পঞ্চায়েত ভোটেও দাঁড় করাবে। যদিও বিজেপি নেতাদের দাবি, হাবড়ার দেওয়াল লিখন মন্ত্রী বুঝেছেন। তাই রাতদিন সেখানে মাটি কামড়ে পড়ে থাকছেন। কিন্তু যতই উনি প্রচার করুন না কেন, দেওয়ালের লিখন বদলাতে পারবেন না। এবার হাবড়ায় ওঁর পরাজয় নিশ্চিত। বিজেপি সঠিক সময়ে সঠিক প্রার্থীর নাম ঘোষণা করবে। অন্যদিকে, হাবড়া ছাড়াও বারাসত, বনগাঁ ও বসিরহাট মহকুমার তৃণমূল প্রার্থীদের মতো, বাম ও আইএসএফের প্রার্থীরাও প্রচার শুরু করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen