বড়দিনেও রেহাই নেই! শিয়ালদহ মেন ও নর্থ শাখায় ট্রেন লেটে চরম ভোগান্তিতে যাত্রীরা

December 25, 2025 | 2 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৪: বড়দিনে শহরবাসী যখন উৎসবের আমেজে মাতোয়ারা, তখন রেলপথে ঠিক উল্টো ছবি। অভিযোগ, শিয়ালদহ মেন ও নর্থ শাখার বহু লোকাল ট্রেন চলছে নিজের খেয়ালখুশি মতো। ফলে স্টেশনে স্টেশনে বাড়ছে ভিড় এবং ক্ষোভ।

যাত্রীদের অভিযোগ অনুযায়ী, ২৫শে ডিসেম্বর সকাল থেকেই শিয়ালদহ (Sealdah) মেন ও নর্থ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বহু ট্রেন গড়ে আধঘণ্টার বেশি লেটে চলেছে, কোথাও কোথাও সেই দেরি ছুঁয়েছে এক ঘণ্টাও। সকালের ব্যস্ত অফিস টাইম থেকে শুরু করে দুপুরের ছবিটা ছিল একই রকম। কখনও সিগন্যাল না পাওয়ার কারণে, আবার কখনও কোনও ঘোষণা ছাড়াই দীর্ঘক্ষণ মাঝপথে দাঁড়িয়ে থাকছে ট্রেন। ফলে কামরার ভিতরে বাড়ছে বিরক্তি ও উৎকণ্ঠা।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও নিত্যযাত্রীরা। ট্রেনের এই অনিয়মিত চলাচলের জেরে অফিস এবং ব্যবসা, সবটাই লাটে ওঠার জোগাড়। এক ক্ষুব্ধ যাত্রীর আক্ষেপ, “ভাড়া বাড়াতে হলে বাড়ান, কিন্তু অন্তত সময়টা ঠিক রাখুন। লোকাল ট্রেন মানেই কি এখন শুধুই দেরি?”

রেল পরিষেবার এই বর্তমান দশা দেখে প্রবীণ যাত্রীদের অনেকেই স্মৃতিমেদুর হয়ে পড়ছেন। তাঁদের কথায়, একটা সময় ছিল যখন ‘ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম’ বলতে রেলওয়ের সময়নিষ্ঠাকেই বোঝানো হতো। কিন্তু এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে রেল পরিষেবা মানেই যেন ‘ভেরি লেট’।

রেল কর্তৃপক্ষের তরফে অবশ্য জানানো হয়েছে, যাত্রীর চাপ এবং ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণেই কোথাও কোথাও সময়সূচি মেনে চলতে সমস্যা হচ্ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাসও দেওয়া হয়েছে।

কিন্তু রেলের এই গতানুগতিক ব্যাখ্যায় সন্তুষ্ট নন যাত্রীরা। তাঁদের অভিযোগ, এটি কোনও একদিনের বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ভারতীয় রেলের ‘ধারাবাহিক অভ্যাসে’ পরিণত হয়েছে। একাংশের মতে, সরকারি ব্যবস্থার সেই পুরনো উদাসীনতা কি তবে গ্রাস করল রেল পরিষেবাকেও?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen