স্বস্তি নেই গৃহস্থের! বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও অপরিবর্তিত রান্নার গ্যাসের দাম

পুজোর আগে সাধারণ মানুষের কপালে ফের ভাঁজ। পেট্রল, ডিজেল কিংবা রান্নার গ্যাস, কোনওটার দামই কমেনি।

September 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫৫: পুজোর আগে সাধারণ মানুষের কপালে ফের ভাঁজ। পেট্রল, ডিজেল কিংবা রান্নার গ্যাস, কোনওটার দামই কমেনি। স্বস্তি এসেছে কেবল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের বাজারে। সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ৫১ টাকা ৫০ পয়সা কমেছে। কলকাতায় এই সিলিন্ডারের নতুন দাম ১,৬৮৪ টাকা। দিল্লিতে দাঁড়িয়েছে ১,৫৮০ টাকা। মুম্বই এবং চেন্নাইতেও দাম কমেছে।

তবে গৃহস্থালি ব্যবহারের ১৪.২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত। কলকাতায় তা এখনও ৮৭৯ টাকা। পেট্রল-ডিজেলের দামও একই রয়ে গেছে, লিটারে যথাক্রমে ১০৫.৪১ টাকা ও ৯২.০২ টাকা।

বিশ্ববাজারের ওঠানামার সঙ্গে মিল রেখে বাণিজ্যিক গ্যাসের দাম (Commercial LPG Cylinders Price) প্রতি মাসে নির্ধারণ করা হলেও গৃহস্থালি গ্যাসের ক্ষেত্রে সেই পরিবর্তন আর দেখা যাচ্ছে না। হোটেল, রেস্তরাঁ ও কেটারিং পরিষেবার জন্য অবশ্য এই দাম কমা স্বস্তি নিয়ে এলেও, সাধারণ মধ্যবিত্তের ওপর এর প্রভাব পড়বে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, ২০২৪ সালের মার্চে নারী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমিয়েছিলেন। তার পর মাসের পর মাস দাম স্থির থাকলেও চলতি বছরের এপ্রিলে এক ধাক্কায় ৫০ টাকা বাড়ানো হয়। ফলে উৎসবের আগে আবারও প্রশ্ন উঠছে, গৃহস্থের গ্যাসের (Cooking Gas) দামে স্বস্তি দিতে আদৌ আগ্রহী কি মোদী সরকার?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen