উত্তর আসেনি ইমেল-র, জোটবার্তা নিয়ে এবার আলিমুদ্দিনের দুয়ারে নওশাদ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: বছর ঘুরলেই বঙ্গে ভোট (WestBengal Assembly Election)। তার আগে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে (Biman Bose) চিঠি পাঠিয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) একমাত্র বিধায়ক তথা দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। শোনা যাচ্ছে, আগস্ট মাসের শেষ সপ্তাহে ইমেল মারফত চিঠিটি পাঠিয়েছেন ভাঙড়ের বিধায়ক। সূত্রের খবর, চিঠিতে জোটের জন্য আহ্বান জানিয়েছেন নওশাদ। কিন্তু উত্তর মেলেনি। এবার জোটের আবেদন নিয়ে আলিমুদ্দিনের দোরগোড়ায় যেতে পারেন নওশাদ।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আইএসএফ-র জন্য। সেবারের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফ একজোট হয়ে সংযুক্ত মোর্চার নাম দিয়ে লড়াই করে। ভাঙড় আসনে নওশাদ জেতেন। সংযুক্ত মোর্চার আর কোনও প্রার্থী বাংলার কোথাও জিততে পারেননি। ২০২১-র নির্বাচনের পর আর এক সঙ্গে লড়েনি তিনটি দল। কয়েকটি উপনির্বাচন এবং ২০২৪ সালের নির্বাচনে একজোট হয়ে লড়াই করেছিল বামফ্রন্ট ও কংগ্রেস। এককভাবে লড়ে লোকসভা ভোটে মুখ থুবড়ে পড়েছিল আইএসএফ। তাই আগামী বিধানসভা নির্বাচনে ফের জোট করে লড়াই করতে চায় নওশাদরা। সেই আর্জিই বামফ্রন্ট চেয়ারম্যানের কাছে জানিয়েছেন নওশাদ।
ইমেলের উত্তর না-পাওয়ায় নওশাদ ঠিক করেছেন, সেপ্টেম্বর মাসে নিজেই আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবনে গিয়ে বিমান বসুর সঙ্গে সাক্ষাৎ করবেন। জোটের আবেদনপত্রটি তাঁর হাতে তুলে দিয়ে, মৌখিকভাবে জানিয়ে আসবেন পীরজাদা। নানা মহলের দাবি, বামফ্রন্টের পাশাপাশি কংগ্রেসের সঙ্গেও ফের জোটে আগ্রহী নওশাদ। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকেও লিখিত জোটবার্তা পাঠাতে চান তারা।
তবে কংগ্রেস সম্ভবত একাই গোটা রাজ্য লড়বে। বামেরাও নওশাদে মোহ হারিয়েছে। মূলত রাজ্যের সংখ্যালঘু ভোটকেই
টার্গেট করতে চাইছেন ফুরফুরা শরিফের উত্তরাধিকারী। মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের সংখ্যালঘুদের মধ্যে পকেট ভোট রয়েছে কংগ্রেসের। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলির মতো জেলার সংখ্যালঘুদের মধ্যে বেশ প্রভাব রয়েছে ফুরফুরা শরিফের। কিন্তু পীরবাড়ির আরও একজন রাজনীতিতে এসেছেন। ফলে সংখ্যালঘু ভোট কার দখলে থাকবে বলা মুশকিল। নিজের এবং আরও কয়েকটি আসনে দলের জয়ের সম্ভাবনা জিইয়ে রাখতে বাম ও কংগ্রেসের কাছে জোটের ভিক্ষা করছেন নওশাদ।