উন্নয়নমূলক কাজে কোনও ঢিলেমি নয়, জেলাশাসকদের স্পষ্ট বার্তা মুখ্যসচিবের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২০: রাজ্যের উন্নয়নমূলক কাজ থেমে থাকলে চলবে না। নবান্নে শনিবার জেলাশাসকদের (District Magistrate) সঙ্গে বৈঠকে এই বার্তাই স্পষ্ট করে দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)। প্রশাসনিক বৈঠকে তিনি জানিয়ে দেন, এসআইআরসহ (SIR) অন্য কোনও কাজের চাপ থাকলেও উন্নয়ন প্রকল্পগুলির গতি কমানো যাবে না।
বৈঠকের সূত্রে জানা গেছে, মুখ্যসচিব জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন ‘আমার পাড়া আমার সমাধান’ কর্মসূচির অধীনে ওঠা সমস্যাগুলির সমাধান দ্রুত শেষ করে রিপোর্ট দিতে। পাশাপাশি ‘বাংলার বাড়ি’ প্রকল্পে উপভোক্তাদের তালিকা পুরোপুরি মেনে কাজ করার ওপর জোর দেন তিনি। গ্রামীণ রাস্তার কাজও যাতে কোথাও আটকে না থাকে, সে নির্দেশও দেওয়া হয়েছে।
আজকের বৈঠকে মৃত বিএলও-দের (BLO) পরিবারের পাশে থাকার কথাও জেলাশাসকদের বলেন মুখ্যসচিব। প্রশাসনের শীর্ষ স্তর থেকে বার্তা, এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব রকম সহায়তা দিতে হবে।