অমিত শাহের সফরেও রাজ্য সভাপতি নিয়ে চলা অচলাবস্থার স্থায়ী সমাধান হল না, হতাশা বঙ্গ বিজেপির অন্দরে
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাংলার বিজেপি নেতা-কর্মীদের দীর্ঘ প্রতিক্ষার পর দু’দিনের বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি’র সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে দলের রণকৌশল নিয়ে প্রাথমিক ইঙ্গিত দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এরকমটা মনে করা হচ্ছিল। বিজেপি সূত্রে এমনও জানা গিয়েছিল, রাজ্যে গিয়ে বাংলার ‘হেভিওয়েট’ বিধানসভা আসনগুলির সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়েও প্রাথমিক আলোচনা সারতে পারেন শাহ। যদিও বিজেপির বঙ্গ ব্রিগেড চাইছিল, দলের পরবর্তী রাজ্য সভাপতি নিয়ে চলা অচলাবস্থার স্থায়ী সমাধান হোক ভোটের আগে।
কিন্তু সে গুড়ে বালি! আশু সাংগঠনিক রদ-বদল নিয়ে রা কাড়লেন না দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। এমনকী ‘মেয়াদ উত্তীর্ণ’ রাজ্য কমিটির সদস্যদের নিয়ে কোনও বৈঠকও করেননি তিনি। এ নিয়ে দলের মধ্যেই চর্চা শুরু হয়েছে। কোর কমিটির সদস্যদের সঙ্গে আলাদা করে বসার জন্য সময় বরাদ্দ করেননি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
পার্টির এক প্রবীণ নেতার কথায়, ২০১৪ সাল থেকে দেখছি, অমিত শাহ বাংলায় এলে প্রায় সবসময় সাংগঠনিক রিভিউ বৈঠক ডাকেন। বিভিন্ন পর্যায়ের দলীয় পদাধিকারীদের থেকে ‘ইনপুট’ নেন। পাশাপাশি পরবর্তী রাজনৈতিক ‘হোম টাস্ক’ দিয়ে যান। পরবর্তী সফরে এসে তা সংগঠন তার দেখানো পথে কতটা এগল তার মূল্যায়ন বৈঠক করেন। সেখানে কখনও জেলা সভাপতিদের, রাজ্য সাধারণত সম্পাদক, মণ্ডল সভাপতি এমনকী আইটি সেলের সদস্যদের সঙ্গেও বৈঠকে মিলিত হয়েছেন শাহ। এটি কখনও হয়েছে বড় আকারে, কখনও হয়েছে চরম গোপনীয়তা মেনে। কিন্তু এবার এই ধরনের কোনও বৈঠকই হল না! এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন ওই নেতা।
জানা গিয়েছে, এবার শুধুমাত্র মিনিট দশেকের জন্য হোটেলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন শাহ। সেখানে কয়েকজন কেন্দ্রীয় নেতা ছিলেন বলে খবর। কিন্তু সংগঠনের হাল জানতে রাজ্য নেতাদের নিয়ে কোনও বৈঠক হল না। দলের একাংশ মনে করছে, বঙ্গ বিজেপির নয়া সভাপতির নাম এখনও ঘোষণা হয়নি। দলের মধ্যেই টালমাটাল অবস্থা। কোন্দল অব্যাহত। আবার বুথস্তর পর্যন্ত কমিটি হয়নি। তাছাড়া, দিলীপ ঘোষকে নিয়ে অস্থির অবস্থা চলছে পার্টিতে। কোর কমিটির বৈঠক করলে সেখানে নিয়ম অনুযায়ী দিলীপ ঘোষকেও ডাকতে হত। এসব একাধিক কারণেই কি এবার বর্ধিত আকারে সাংগঠনিক বৈঠক এড়িয়ে গেলেন শাহ?