নেই শিক্ষক! চল্লিশ শতাংশ পদই ফাঁকা, ভয়ঙ্কর ছবি AIIMSগুলোয়

চিকিৎসা বিজ্ঞানের পড়ুয়ারাই যদি শিক্ষন না পান, তবে দেশে ডাক্তারের অপ্রতুলতা মিটবে কী করে?

August 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০৭: ডাক্তারি পড়ুয়াদের পড়ানোর জন্য শিক্ষক নেই! সাধারণ কোনও চিকিৎসাশাস্ত্র শিক্ষা প্রতিষ্ঠান নয়। দেশের প্রথম সারির চিকিৎসাপ্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের (AIIMS) হালই এমন। খোদ কেন্দ্রের দেওয়া তথ্যেই উঠে এসেছে এই ছবি।

গোটা দেশে এখন AIIMS-র সংখ্যা ২৩টি। এই AIIMSগুলোয় ৪০.২ শতাংশ শিক্ষক পদই এখন ফাঁকা। সংসদে দাঁড়িয়ে এই পরিসংখ্যান প্রকাশ করেছে কেন্দ্র সরকার। বৃহস্পতিবার সমাজবাদী পার্টির সাংসদ জাভেদ আলি খানের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী প্রতাপরাও যাদব রাজ্যসভায় জানান, AIIMSগুলোয় এখন ২,৫৬১টি শিক্ষক পদ ফাঁকা রয়েছে।

চার বছরে এই শূন্যস্থান সর্বাধিক। ২০২২-২৩ শিক্ষাবর্ষের পর চলতি শিক্ষাবর্ষেও ৪০.২ শতাংশ শিক্ষকপদ ফাঁকা রয়েছে। প্রতাপরাওয়ের কথায়, পদ তৈরি এবং শূন্যপদে নিয়োগের বিষয়টি নিরন্তর প্রক্রিয়া। বলাবাহুল্য, ব্যর্থতা ঢাকতে নিরন্তর প্রক্রিয়া বলে পাশ কাটিয়ে যেতে চেয়েছেন মোদীর মন্ত্রী। তবে চিকিৎসা বিজ্ঞানের পড়ুয়ারাই যদি শিক্ষন না পান, তবে দেশে ডাক্তারের অপ্রতুলতা মিটবে কী করে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen