নোবেল জয়ীদের নাম ঘোষণা আবহে রবি ঠাকুরকে শ্রদ্ধাজ্ঞাপন নোবেল কমিটির

২০২২ সালের নোবেল জয়ীদের নাম ঘোষণার পর্ব চলছে।

October 7, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

২০২২ সালের নোবেল জয়ীদের নাম ঘোষণার পর্ব চলছে। সেই আবহেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশেষ শ্রদ্ধা জানাল নোবেল কমিটি। বৃহস্পতিবার নোবেল কমিটি ২০২২ সালের সাহিত্যে নোবেল প্রাপকের নাম ঘোষণা করেছে, তার আগে নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বিশ্বকবির ছবি পোস্ট করে নোবেল কমিটি। ওই টুইটেই নোবেল কমিটি স্মরণ করিয়ে দিয়েছে, ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেছিলেন। প্রথম ভারতীয় তথা ইউরোপীয় নয়, এমন একজন হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবি ঠাকুর।

রবি ঠাকুরের কবিতাকে অনুভূতিময় বলেও ওই টুইটে বর্ণনা করা হয়েছে। নোবেল কমিটির অফিসিয়াল ফেসবুক পেজেও কবিগুরুর ছবি পোস্ট করা হয়েছে। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংস-এর জন্যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণার আগে, সুইডিশ অ্যাকাডেমি কবিগুরুকে বিশেষ শ্রদ্ধা জানাল। যা বাঙালি তথা ভারতীয়দের কাছে অত্যন্ত গর্বের। 

এদিন রবীন্দ্রনাথের পাশাপাশি আর্নেস্ট হেমিংওয়ে ও টোনি মোরিসনকেও শ্রদ্ধা জানিয়েছে নোবেল কমিটি। প্রসঙ্গত, ১৯৫৪ সালে মার্কিন ঔপন্যাসিক হেমিংওয়ে নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছিল। প্রথম আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন নাগরিক হিসেবে ১৯৯৩ সালে নোবেল পান মোরিসন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen