ইরানে ফের গ্রেপ্তার নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, মুক্তির দাবিতে সরব বিশ্ব

December 14, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: ফের গ্রেপ্তার হলেন নোবেল শান্তি পুরস্কারজয়ী ইরানের বিশিষ্ট মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদি (Narges Mohammadi)। শুক্রবার ইরানের পূর্বাঞ্চলীয় মাশহাদ শহর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। অভিযোগ, গ্রেপ্তারের সময় তাঁকে শারীরিকভাবে নিগ্রহও করা হয়েছে। এই ঘটনার পর থেকেই তীব্র নিন্দা ও উদ্বেগে সরব হয়েছে নোবেল কমিটি-সহ গোটা বিশ্ব।

‘নার্গিস মোহাম্মদি ফাউন্ডেশন’-এর তরফে জানানো হয়েছে, সম্প্রতি প্রয়াত আইনজীবী খোসরু আলিকোরদির শেষকৃত্য ও স্মরণসভায় যোগ দিতে মাশহাদ শহরে গিয়েছিলেন নার্গিস। উল্লেখ্য, কিছুদিন আগেই নিজের কার্যালয় থেকে সন্দেহজনক অবস্থায় উদ্ধার হয়েছিল আইনজীবী আলিকোরদির দেহ। শুক্রবার সেই স্মরণসভা চলাকালীনই নিরাপত্তা বাহিনী নার্গিসকে ঘিরে ফেলে এবং মারধর করার পর গ্রেপ্তার করে নিয়ে যায়।

ইরানে নারীদের ওপর চলা ধারাবাহিক নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং মানবাধিকার রক্ষায় অসামান্য অবদানের জন্য ২০২৩ সালে নার্গিস মোহাম্মদিকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছিল। ৫৩ বছর বয়সি এই সমাজকর্মী গত দুই দশকের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন তেহরানের কুখ্যাত এভিন কারাগারে। জেলের ভেতরে থেকেও তিনি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সরব ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে গত বছরের ডিসেম্বর মাসে চিকিৎসার জন্য তাঁকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হলো না।

নার্গিস মোহাম্মদির গ্রেপ্তারের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নোবেল কমিটি (Nobel Committee)। কমিটির পক্ষ থেকে ইরান কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এবং কোনো শর্ত ছাড়াই তাঁর মুক্তির দাবি জানানো হয়েছে। আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠলেও, শনিবার ভোররাত পর্যন্ত ইরান সরকারের পক্ষ থেকে এই গ্রেপ্তারি নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, ইরান (Iran) প্রশাসনের রোষানলে পড়া নার্গিসের কাছে নতুন কোন‌ও ঘটনা নয়। পরিসংখ্যান অনুযায়ী, এনিয়ে মোট ১৫ বার গ্রেপ্তার হলেন এই সাহসী নারী। পাঁচটি ভিন্ন মামলায় ইতিমধ্যেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে ইরানের আদালত। তাঁর বিরুদ্ধে এখনও ১৫৪টি অভিযোগ ঝুলে রয়েছে এবং সব মিলিয়ে প্রায় ৩১ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি। তবুও নিজের আদর্শ ও লড়াই থেকে সরে আসেননি নার্গিস মোহাম্মদি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen