শুভমনের আগে ২ জন ভারতীয় হলিউডে ডাব করেছেন যারা অভিনেতা নন, জানুন কারা

প্রথম ক্রিকেটার হিসেবে ডাব করতে চলেছেন ভারতের উদীয়মান তারকা শুভমন গিল।

May 13, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi
শুভমন গিল, আরিয়ান খান ও আরমান মালিক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতে অসংখ্য ডাবিং আর্টিস্ট ও ভয়েস আর্টিস্ট আছেন যাঁরা বিভিন্ন হলিউড ও দক্ষিণ ভারতের ছবিতে ছবিতে ডাব করেছেন।

ছবি সৌজন্যেঃ শুভমন গিল ফেসবুক

প্রথম ক্রিকেটার হিসেবে ডাব করতে চলেছেন ভারতের উদীয়মান তারকা শুভমন গিল। ৯টি ভাষায় মুক্তি পেতে চলেছে স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’। ভারতীয় স্পাইডারম্যান পবিত্র প্রভাকর। এই পবিত্র প্রভাকরের কণ্ঠ দিয়েছেন শুভমন গিল। শুধু হিন্দি নয় স্পাইডারম্যান-এর পঞ্জাবী ভার্সনের জন্যও ডাবিং করেছেন শুভমন গিল।

কিন্তু জানেন কি শুভমনের আগেও এমন দুজন হলিউডের জন্য কণ্ঠ দিয়েছেন যারা পেশায় ডাবিং আর্টিস্ট বা অভিনেতা নন।

১. আরিয়ান খান:

ছবি সৌজন্যেঃ gulf news


The Incredibles (Hum Hain Lajawaab) সিনেমাটি রিলিজ করে ২০০৪ সালে। এই সিনেমার হিন্দি ভাষায় তেজ লাজাওয়াব-র জন্য কণ্ঠ দেন শাহরুখ পুত্র আরিয়ান খান। এছাড়াও ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দা লায়ন কিং’ (The Lion King) সিনেমার হিন্দি ভাষায় সিম্বার চরিত্রে কণ্ঠ দেন আরিয়ান খান।

২. আরমান মালিক:

ছবি: আরমান মালিক


বলিউডের বিখ্যাত গায়ক হলেন আরমান মালিক। ২০১৯ সালে রিলিজ হয় ডিজনির ‘আলাদিন’ সিনেমাটি। হিন্দি ভাষায় আলাদিনের চরিত্রকে শুধু কণ্ঠ দেননি সঙ্গে গেয়েছিলেন গানও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen